জলা-বিতারা গ্রামে ধানের শীষের নির্বাচনী সভা ও লিফরেট বিতরণ

আগামী ১২ই ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত কচুয়া আসনে ধানের শীষের প্রার্থী সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহসানুল মিলনকে বিপুল ভোটে জয়ী করার লক্ষ্যে নির্বাচনী প্রচারনার অংশ হিসেবে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সহযোগী সংগঠনের কর্মী-সমর্থকদের নিয়ে নির্বাচনী প্রচারনা সভা করা হয়েছে। কচুয়া উপজেলার বিতারা ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপি ও সহোযোগী সংগঠনের নেতাকর্মীদের আয়োজনে শুক্রবার বিকালে জলা-বিতারা গ্রামে নাজমুন নাহার বেবী প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় নেতাকর্মীদের নিয়ে এ নির্বাচনী সভা করা হয়।

বিতারা ইউনিয়ন পূর্ব বিএনপির ডা: আনিসুর রহমানের সভাপতিত্বে ও ৩নং ওয়ার্ড যুবদলের সভাপতি মো. আলী আরশাদ ভূঁইয়ার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, চাঁদপুর সরকারী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মো. সাদেকুর রহমান মোল্লা।

বিশেষ অতিখির বক্তব্য দেন, কচুয়া উপজেলা বিএনপির উপদেষ্টা মো. মামুনু রশিদ মোল্লা, উপজেলা বিএনপির সদস্য মো. শামসুল আলম মোল্লা, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক স¤পাদক মো: কবির হোসেন ও উপজেলা যুবদলের সহ-সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মো. আলী আরশাদ সিকদার প্রমুখ। এ ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মিজানুর রহমান, সাধারন সম্পাদক রইজ উদ্দিন প্রধান, গ্রীস প্রবাসী মো. মকবুল হোসেন, যুবদল নেতা মো. জসিম উদ্দিন, সময় স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মী সহ অসংখ নারী-পুরুষ ভোটারের উপস্থিতি ছিল লক্ষনীয়।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
৩০ জানুয়ারি ২০২৬