আন্তর্জাতিক

জলবায়ু পরিবর্তনে বাংলাদেশ আবারও সপ্তম

বাংলাদেশ গত ২০ বছরে জলবায়ু পরিবর্তনে আক্রান্ত দেশের তালিকায় রয়েছে। আগের মতোই তালিকাটিতে বাংলাদেশের অবস্থান সপ্তমে। জার্মানি ভিত্তিক গবেষণা সংস্থা জার্মানওয়াচের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে।

স্পেনের বার্সেলোনায় বৃহস্পতিবার ৫ ডিসেম্বর থেকে শুরু হওয়া জাতিসংঘের জলবায়ু সম্মেলন উপলক্ষ্যে প্রতিবেদনটি প্রকাশ পায়। বিশ্ব জলবায়ু ঝুঁকি সূচক-২০২০ শীর্ষক এ প্রতিবেদনে দেখা যায়, গত ২০ বছরে জলবায়ু পরিবর্তনে আক্রান্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান আগের মতোই সপ্তমে রয়ে গেছে।

এ ছাড়া একই সময়ে সবচেয়ে বেশি বড় দুর্যোগ আঘাত হেনেছে এমন দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান তৃতীয়। ১৯৯১ থেকে ২০১৮ সালের মধ্যে বাংলাদেশে ১৯১টি জলবায়ু পরিবর্তনজনিত বড় দুর্যোগ আঘাত হানে।

জলবায়ু পরিবর্তনের কারণে এ সময়ে বাংলাদেশে ১৬৮ কোটি ৬৩ লাখ ৩০ হাজার ডলারের আর্থিক ক্ষতি হয়েছে, যা দেশের জিডিপির শূন্য দশমিক ৪১ শতাংশ।

প্রতিবেদনটি জানায়, বিশ্বের সবচেয়ে বেশি জলবায়ু আক্রান্ত দেশের তালিকায় শীর্ষে রয়েছে পুয়ের্তোরিকো। গতবারও এ তালিকার শীর্ষে ছিল দেশটি। এরপর যথাক্রমে রয়েছে মিয়ানমার, হাইতি, ফিলিপাইন, পাকিস্তান ও ভিয়েতনাম।

বার্তা কক্ষ , ৬ ডিসেম্বর ২০১৯

Share