Home / উপজেলা সংবাদ / হাইমচর / ‘জলবায়ু পরিবর্তনে নতুন সংক্রামক রোগের প্রকোপ বাড়ছে’
জলবায়ু

‘জলবায়ু পরিবর্তনে নতুন সংক্রামক রোগের প্রকোপ বাড়ছে’

জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট স্বাস্থ্যঝুঁকি কার্যকরভাবে মোকাবিলার লক্ষ্যে রবিবার (৭ ডিসেম্বর) সকালে চাঁদপুরের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে ব্র্যাকের ‘জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প’-এর উদ্যোগে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডঃ কে এম আব্দুল্লাহ আল মামুন। সভার আয়োজনে ছিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং এতে সহযোগিতা করে জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিস বাহিত রোগ নিয়ন্ত্রত কর্মসূচি, সিডিসি, স্বাস্থ্য অধিদপ্তর।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব আমাদের দৈনন্দিন জীবনে গভীরভাবে পড়ছে। এর ফলে ডায়রিয়া, কলেরা, টাইফয়েড, ম্যালেরিয়া ও ডেঙ্গুসহ নতুন নতুন সংক্রামক রোগের প্রকোপ বাড়ছে এবং পুরনো রোগের তীব্রতাও বৃদ্ধি পাচ্ছে।

“জলবায়ু পরিবর্তনের কারণে আবহাওয়ার অস্বাভাবিকতা ও তাপমাত্রা পরিবর্তনের ফলেই এই সংক্রামক রোগের প্রকোপ বাড়ছে। এতে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন শিশু, নারী ও প্রবীণরা।”

বক্তারা আরও উল্লেখ করেন, দেশে জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে দরিদ্র জনগোষ্ঠী। খরা, বন্যা ও অতিবৃষ্টির কারণে নিরাপদ পানির সংকট দেখা দিচ্ছে, ফলে কলেরা, চর্মরোগ ও মানসিক স্বাস্থ্যের সমস্যা বৃদ্ধি পাচ্ছে।

ব্র্যাকের জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ (এঙই)-এর সাথে সমন্বয় সভা দক্ষ পরিকল্পনা, বাস্তবায়ন এবং বিশ্লেষণের জন্য সম্প্রদায়ের সদস্য এবং অন্যান্য অংশীদারদের অংশগ্রহণের উপর গুরুত্বারোপ করে।

প্রধান অতিথি ডঃ কে এম আব্দুল্লাহ আল মামুন এবং অন্যান্য বক্তারা সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ ছাড়া কার্যকরভাবে স্বাস্থ্যঝুঁকি মোকাবিলা সম্ভব নয় বলে মত প্রকাশ করেন। তারা জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নিম্নলিখিত বিষয়গুলোর উপর জোর দেন: সরকারি ও বেসরকারি উদ্যোগের মধ্যে সমন্বয় জোরদার করা। স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ বৃদ্ধি করা। জনসচেতনতা বৃদ্ধি করা। রোগ শনাক্তকরণ প্রক্রিয়া ত্বরান্বিত করা।

বক্তারা দৃঢ়ভাবে বলেন, সকলের সমন্বিত প্রচেষ্টায় জলবায়ু পরিবর্তন রোধ ও এর স্বাস্থ্য ঝুঁকি হ্রাস করা সম্ভব। ব্র্যাকের এই সচেতনতামূলক কার্যক্রমকে তারা প্রশংসনীয় উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।

সভায় উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার রোগ নিয়ন্ত্রণ ডা: যুবায়ের হোসেন, ব্র্যাকের পক্ষে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প অফিসার মিজানুর রহমান, ব্র্যাক যক্ষা নিয়ন্ত্রণ প্রকল্প প্রোগ্রাম অফিসার আবদুল বাতেন সহ অন্যান্য ব্র্যাক প্রতিনিধি, স্বাস্থ্য সহকারী, সেচ্ছাসেবী এবং উপজেলার ৬টি ইউনিয়নের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

প্রতিবেদক: আলমগীর হোসেন (আসিফ)/
৭ ডিসেম্বর ২০২৫