জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট স্বাস্থ্যঝুঁকি কার্যকরভাবে মোকাবিলার লক্ষ্যে রবিবার (৭ ডিসেম্বর) সকালে চাঁদপুরের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে ব্র্যাকের ‘জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প’-এর উদ্যোগে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডঃ কে এম আব্দুল্লাহ আল মামুন। সভার আয়োজনে ছিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং এতে সহযোগিতা করে জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিস বাহিত রোগ নিয়ন্ত্রত কর্মসূচি, সিডিসি, স্বাস্থ্য অধিদপ্তর।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব আমাদের দৈনন্দিন জীবনে গভীরভাবে পড়ছে। এর ফলে ডায়রিয়া, কলেরা, টাইফয়েড, ম্যালেরিয়া ও ডেঙ্গুসহ নতুন নতুন সংক্রামক রোগের প্রকোপ বাড়ছে এবং পুরনো রোগের তীব্রতাও বৃদ্ধি পাচ্ছে।
“জলবায়ু পরিবর্তনের কারণে আবহাওয়ার অস্বাভাবিকতা ও তাপমাত্রা পরিবর্তনের ফলেই এই সংক্রামক রোগের প্রকোপ বাড়ছে। এতে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন শিশু, নারী ও প্রবীণরা।”
বক্তারা আরও উল্লেখ করেন, দেশে জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে দরিদ্র জনগোষ্ঠী। খরা, বন্যা ও অতিবৃষ্টির কারণে নিরাপদ পানির সংকট দেখা দিচ্ছে, ফলে কলেরা, চর্মরোগ ও মানসিক স্বাস্থ্যের সমস্যা বৃদ্ধি পাচ্ছে।
ব্র্যাকের জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ (এঙই)-এর সাথে সমন্বয় সভা দক্ষ পরিকল্পনা, বাস্তবায়ন এবং বিশ্লেষণের জন্য সম্প্রদায়ের সদস্য এবং অন্যান্য অংশীদারদের অংশগ্রহণের উপর গুরুত্বারোপ করে।
প্রধান অতিথি ডঃ কে এম আব্দুল্লাহ আল মামুন এবং অন্যান্য বক্তারা সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ ছাড়া কার্যকরভাবে স্বাস্থ্যঝুঁকি মোকাবিলা সম্ভব নয় বলে মত প্রকাশ করেন। তারা জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নিম্নলিখিত বিষয়গুলোর উপর জোর দেন: সরকারি ও বেসরকারি উদ্যোগের মধ্যে সমন্বয় জোরদার করা। স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ বৃদ্ধি করা। জনসচেতনতা বৃদ্ধি করা। রোগ শনাক্তকরণ প্রক্রিয়া ত্বরান্বিত করা।
বক্তারা দৃঢ়ভাবে বলেন, সকলের সমন্বিত প্রচেষ্টায় জলবায়ু পরিবর্তন রোধ ও এর স্বাস্থ্য ঝুঁকি হ্রাস করা সম্ভব। ব্র্যাকের এই সচেতনতামূলক কার্যক্রমকে তারা প্রশংসনীয় উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।
সভায় উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার রোগ নিয়ন্ত্রণ ডা: যুবায়ের হোসেন, ব্র্যাকের পক্ষে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প অফিসার মিজানুর রহমান, ব্র্যাক যক্ষা নিয়ন্ত্রণ প্রকল্প প্রোগ্রাম অফিসার আবদুল বাতেন সহ অন্যান্য ব্র্যাক প্রতিনিধি, স্বাস্থ্য সহকারী, সেচ্ছাসেবী এবং উপজেলার ৬টি ইউনিয়নের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।
প্রতিবেদক: আলমগীর হোসেন (আসিফ)/
৭ ডিসেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur