জরুরী অবস্থার মধ্যেও আয়োজিত হবে টোকিও অলিম্পিক

করোনাভাইরাস মহামারির কারণে টোকিওতে জরুরি অবস্থা থাকলেও গ্রীষ্মকালীন অলিম্পিক আয়োজিত হবে। এমনটাই জানিয়েছেন অলিম্পিক কমিটির সহসভাপতি জন কোটস।

জাপানে করোনায় আক্রান্ত সংখ্যা দিনদিন বাড়ছে। রাজধানী টোকিও-ও এর বাইরে নেই। যার কারণে দেশটির অনেক নামী ব্যবসায়ী এই অবস্থার মধ্যে অলিম্পিক আয়োজনের বিরোধিতা করে আসছেন। তবে জরুরি অবস্থা থাকলেও গ্রীষ্মকালীন অলিম্পিক আয়োজন হবে বলে জানিয়েছেন কোটস।

অলিম্পিক কমিটির সহসভাপতি বলেন, ‘জরুরি অবস্থার মধ্যে আমরা সফলভাবে পাঁচটি খেলার ইভেন্ট পরীক্ষা করে দেখেছি।’

তিনি আরও জানান, ‘অ্যাথলেট ও জাপানের জনগণের সুরক্ষা ও নিরাপত্তার জন্য যে পরিকল্পনা করা হয়েছে তা সবচেয়ে খারাপ পরিস্থিতি বিবেচনায় এনে করা হয়েছে। তাই জরুরি অবস্থার মধ্যে গেমস চলবে কিনা, এমন প্রশ্নের উত্তরে নিঃসন্দেহে বলব-‘হ্যাঁ’।

গেমস সফলভাবে আয়োজন করতে অলিম্পিক কর্মকর্তা, সাংবাদিক, সাপোর্ট স্টাফ মিলিয়ে প্রায় ৮০ হাজার জন জুলাইয়ে টোকিওতে যাবেন। আয়োজকদের সংবাদ সম্মেলনের পর এমনটাই জানিয়েছে এক জাপানি গণমাধ্যম।

এ ছাড়া কিয়োডা নিউজ এজেন্সি ও নিক্কেই বিজনেস জানাচ্ছে প্রায় ৭৯ হাজার বিদেশি টোকিও অলিম্পিক দেখতে যাবে।

আন্তজার্তিক ডেস্ক, ২২ মে ,২০২১;

Share