জাতীয়

জরুরি সংবাদ সম্মেলন করবেন শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি

করোনা মহামারিতে দীর্ধ এক বছর ধরে বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া ও উচ্চশিক্ষার বিভিন্ন বিষয় নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি। জাহাঙ্গীরনগর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা জোর করে হলে ঢুকে পড়ার খবরের মধ্যেই মন্ত্রীর সংবাদ সম্মেলনের এ খবর এলো।

সোমবার দুপুর ২টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

গত বছরের ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কয়েক ধাপে বাড়ানোর পর ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। বর্তমানে করোনার প্রাদুর্ভাব কিছুটা কমে যাওয়ায় সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় খুলে দেয়ার চিন্তাভাবনা চলছে। এ নিয়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনও শুরু করেছে।

এদিকে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খোলার নির্দেশনা দিয়েছেন। আগামি কয়েকদিনের মধ্যেই এ ব্যাপারে সিদ্ধান্ত আসতে পারে।

৩০ জানুয়ারি উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে ফেব্রুয়ারি মাস নজর রাখার কথা বলেছিলেন। পরিস্থিতি অনুকূলে এলে স্বাস্থ্য সুরক্ষা মেনে মার্চে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ইঙ্গিতও দেন তিনি।

প্রধানমন্ত্রী বলেছিলেন,‘আমরা আশা করছি হয়তো আগামি মার্চ মাসটা আমরা দেখবো,কারণ আমাদের দেশে মার্চ মাসেই ব্যাপকহারে করোনাভাইরাস শুরু হয়েছিল। এ ফেব্রুয়ারি মাস নজরে রাখব। যদি ফেব্রুয়ারিতে ভালো থাকে পরবর্তীতে সীমিত আকারে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার চিন্তা ভাবনা আছে।’

প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারি মাসে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হচ্ছে না। তবে পহেলা মার্চ থেকে দেশের সব পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয় খুলে দেয়ার চিন্তাভাবনা চলছে বলে সূত্রে জানা গেছে। আজ জরুরি সংবাদ সম্মেলেন সে বিষয়েই মন্ত্রী কথা বলবেন বলে সূত্র জানায়।

ঢাকা ব্যুরো চীফ , ২২ ফেব্রুয়ারি ২০২১

Share