রাজনৈতিক সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনা এবং দলের করণীয় নির্ধারণে জরুরি বৈঠকে বসছে আওয়ামী লীগ। দলের অঙ্গ-সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে এ বৈঠক করবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ জ্যেষ্ঠ নেতারা।
জরুরি বৈঠকের বিষয়টি নিশ্চিত করে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া বলেন, ‘দলের সহযোগী সংগঠনগুলোর নেতাদের নিয়ে বিকালে জরুরি সভা করবে আওয়ামী লীগ। এতে দলের সিনিয়র নেতারাও থাকবেন।’
তবে জরুরি সভায়টি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় হবে নাকি বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলীয় কার্যালয়ে হবে, তা জানানো হয়নি।
২৯ জুলাই ২০২৩
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur