ফরিদগঞ্জে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা, দুটি ট্রাক্টর জব্দ
চাঁদপুরের ফরিদগঞ্জে সরকারি বিধিনিষেধ অমান্য করে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রির অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা আদায় এবং দুটি ট্রাক্টর জব্দ করা হয়েছে।
গত ৪ জানুয়ারি চাঁদপুর টাইমসের প্রকাশিত সংবাদ>>> প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে উধাও শত শত বিঘা ফসলি জমি
বুধবার (৭ জানুয়ারি) বিকেলে উপজেলার চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের হর্নি দুর্গাপুর এলাকার মৃধা বাড়ির পাশের গুপ্তের বিলের একটি কৃষিজমিতে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এ আর এম জাহিদুল হাসান মোবাইল কোর্ট পরিচালনা করেন।
অভিযানকালে কৃষিজমি থেকে মাটি কাটার সময় দুটি ট্রাক্টর জব্দ করা হয় এবং স্থানীয় বাসিন্দা মাসুদকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে তার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।
মুচলেকায় মাসুদ অঙ্গীকার করেন, ভবিষ্যতে তিনি আর কখনো কৃষিজমি থেকে মাটি কাটবেন না। জব্দকৃত দুটি ট্রাক্টর স্থানীয় ইউপি সদস্য মো. মাঈনুদ্দিনের জিম্মায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে রাখা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনার সময় ফরিদগঞ্জ থানার এএসআই ছগির আহমেদসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এ আর এম জাহিদুল হাসান বলেন, ‘কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং দুটি ট্রাক্টর জব্দ করে স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় রাখা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘কৃষিজমি রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে। কোথাও কৃষিজমি থেকে মাটি কাটার ঘটনা ঘটলে নির্বিঘ্নে ও নির্ভয়ে আমাকে জানানোর জন্য অনুরোধ করছি।’
প্রতিবেদক: শিমুল হাছান,
৭ জানুয়ারি ২০২৬