চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের ভাওয়াল বিল সংলগ্ন একটি ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে ফরিদগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ আর এম জাহিদ হাসানের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। তবে অনুরোধের প্রেক্ষিতে অভিযুক্ত ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কোনো ধরনের সরকারি অনুমতি ছাড়াই ফসলি জমি থেকে মাটি কেটে নেওয়া হচ্ছিল, যা পরিবেশের ভারসাম্য নষ্টের পাশাপাশি কৃষিজমির মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। বিষয়টি তাৎক্ষণিকভাবে নজরে আসায় অবৈধ মাটি কাটার কার্যক্রম বন্ধ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) এ আর এম জাহিদ হাসান বলেন, কৃষিজমি ও পরিবেশ রক্ষায় অবৈধভাবে মাটি কাটা কিংবা বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানার পাশাপাশি আগামী ২৪ ঘণ্টার মধ্যে মাটি কাটার কাজে ব্যবহৃত যন্ত্র (ভেকু) সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও জানান, এ ধরনের অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
প্রতিবেদক: শিমুল হাছান,
২৩ ডিসেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur