পরিবেশ অধিদফতরের অভিযানে সারা দেশে পলিথিনের বিরুদ্ধে অভিযানে ৩ শ ৩৬ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। অভিযানে প্রায় ৩৮ হাজার কেজি পলিথিন জব্দ করা হয়।
বুধবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্ত্রণালয়ের ঘোষণার পর থেকে সারা দেশে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। সারা দেশে গত ৩ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রি, সরবরাহ ও বাজারজাত করার দায়ে ১৬২টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময়ে ৩৩৬টি প্রতিষ্ঠানকে ১৯ লাখ ১৬ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া আনুমানিক ৩৮ হাজার ১৭৮ কেজি পলিথিন জব্দ করা হয়েছে।
ঢাকা মহানগরে পরিবেশ অধিদফতরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ, সুলতানা সালেহা সুমী এবং ফয়জুন্নেছা আক্তারের নেতৃত্বে ১৩টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
পরিবেশ অধিদফতর জানায়,দূষণ রোধে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে।
৬ ডিসেম্বর ২০২৪
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur