Home / উপজেলা সংবাদ / শাহরাস্তি / শাহরাস্তিতে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৫০ হাজার টাকা জরিমানা
জরিমানা

শাহরাস্তিতে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৫০ হাজার টাকা জরিমানা

চাঁদপুরের শাহরাস্তিতে কৃষি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন এ দায়ে মোবাইল কোর্টে জরিমানা গুনতে হলো ৫০ হাজার টাকা। 

৩০ আগস্ট সোমবার উপজেলা প্রশাসনের উদ্যোগে শাহরাস্তি উপজেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়।

এ সময় পৌর এলাকার ছিকুটিয়া ব্রীজ সংলগ্ন কৃষি জমিতে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালি উত্তোলন করায় এক জনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এ ৫০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়, এবং ড্রেজারটির পাইপ কেটে সকল সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আমজাদ হোসেন।

মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন শাহরাস্তি মডেল থানার উপ- পরিদর্শক (এসআই )আনিসুর রহমান ও সঙ্গীয় ফোর্স পুলিশ, উপজেলা ভূমি অফিসের সহকারীগণ এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশের সদস্যবৃন্দ।

জানা যায় ওই গ্রামের আব্দুস সাত্তার কৃষিজমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছেন, বালি ভরাট কন্টাকটার মোঃ আকবর হোসেন জানান আমি আইন সম্পর্কে কিছু বুঝিনা, ড্রেজার মেশিন সম্পূর্ণ অবৈধ তা আমার জানা ছিলনা, তাই আমাকে ৫০ টাকা জরিমানা দিতে হলো। ভবিষ্যতে আমি আর ড্রেজারের ব্যবসা করব না।

ড্রেজার মেশিনের মালিক হাজিগঞ্জ উপজেলার গন্ধব্যপুর ইউনিয়নের হরিপুর গ্রামের মোঃ দেলোয়ার হোসেন।

ড্রেজার দিয়ে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিবেদকঃ মো. জামাল হোসেন