Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে পাঁচ মামলায় ১২ হাজার টাকা জরিমানা
জরিমানা

ফরিদগঞ্জে পাঁচ মামলায় ১২ হাজার টাকা জরিমানা

চলমান লকডাউনের স্বাস্থবিধি না মানায় এবং নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলার রাখার অপরাধে চাঁদপুরের ফরিদগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৫টি মামলায় ১২ হাজার ৩শত টাকা জরিমানা করে।

জানা গেছে, লকডাউনের ১২তম দিন ৩ আগষ্ট মঙ্গলবার ফরিদগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার ফরিদগঞ্জ বাজার, রূপসা রাস্তার মোড়, ওনুয়া স্মৃতি সংসদ সংলগ্ন, নারিকেলতলা, খাজুরতলা ও গৃদকালিন্দিয়া বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাস্ক না ব্যবহার করা ও স্বাস্থ্যবিধি না মানার অপরাধে দÐবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ৫টি মামলা দায়ের করে ১২ হাজার ৩শত টাকা জরিমানা আদায় করেন।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্টেট শারমিন আক্তার বলেন, সরকারি নির্দেশনা না মানায় জরিমানা আদায় করা হয়েছে। জনস্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

প্রতিবেদক: শিমুল হাছান, ৩ আগস্ট ২০২১