চাঁদপুরে ১২৮ মামলায় ৮৯ হাজার টাকা জরিমানা আদায়

করোনা ভাইরাস মোকাবিলায় সরকারের বিধি-নিষেধের কঠোর লকডাউনের অষ্টম দিনে চাঁদপুরে স্বাস্থ্যবিধি না মানায়, সড়ক ও পরিবহন আইন লঙ্ঘন ও সরকারি নির্দেশনা অমান্য করায় ১২৮ জনকে ১২৮টি মামলায় ৮৯ হাজার ২শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার সকাল থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত ইউএনও, উপজেলা ভূমি কর্মকর্তা ও জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেগণ এসব পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

শনিবার ৩১ জুলাই সকালে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের এক্সকিউটিভ ম্যাজিস্ট্রে এনামুল হাসান এসব তথ্য নিশ্চিত করে বলেন,‘চাঁদপুর জেলা সদর,উপজেলা সদর ও উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও বাজারে এসব ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।’

ভ্রাম্যমাণ আদালতে সহযোগিতা করেন কুমিল্লা থেকে আগত সেনাবাহিনীর কর্মকর্তাসহ সদস্যবৃন্দ, জেলা পুলিশ, বিজিবি, আনসার ব্যাটালিয়ান সদস্য এবং জেলা প্রশাসন কর্তৃক গঠিত স্বেচ্ছাসেবক দলের সদস্যবৃন্দ।

এদিকে, ৯ম দিনের লকডাউন পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্য সকালে মাঠে নামেন জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিশ এবং পুলিশ সুপার (এসপি) মো.মিলন মাহমুদ । (বাসস )

বার্তা কক্ষ, ৩১ জুলাই ২০২১
এজি

Share