চাঁদপুরে পন্যের বিক্রয় মূল্য না থাকা ও নমুনার ঔষধ বিক্রি করার অপরাধে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
২৯ এপ্রিল বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের বাবুরহাট, চিত্রলেখার মোড়, কালিবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরে সহকারী পরিচালক মো. নুর হোসেন।
অভিযানে শহরের বাবুরহাট বিসিক শিল্পনগরীতে নিউ চাঁদ বেকারীর উৎপাদিত সেমাই প্যাকেটে বিক্রয় মূল্য না থাকায় ২ হাজার টাকা জরিমানা, শহরের চিত্রলেখা মোড়ে বিভিন্ন কোম্পানী থেকে প্রাপ্ত নমুনার ঔষধ বিক্রয় করায় আখন্দ ফার্মেসী ও খান ফার্মেসীকে ১ হাজার করে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
সহকারী পরিচালক মো. নুর হোসেন জানান, এসব প্রতিষ্ঠানে জরিমানা ছাড়াও অভিযানে শহরের কালীবাড়ী তরমুজ ব্যবসায়ীদেরকে অতিরিক্ত মূল্য ও কেজিতে বিক্রি না করার জন্য সতর্ক করে দেয়া হয়। অভিযানে চাঁদপুর মডেল থানা পুলিশ সহযোগিতা করেন।
প্রতিবেদকঃ মাজহারুল ইসলাম অনিক,কবির হোসেন মিজি