ফরিদগঞ্জে ৬ প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা

ভোক্তা অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের বাজার তদারকি ও অভিযান অব্যাহত রয়েছে। ১৭ জুলাই শনিবার চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বিরামপুর বাজারে অভিযান চালিয়ে ৬টি প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন।

তিনি জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশ এবং চাঁদপুর জেলা প্রশাসকের সার্বিক সহযোগিতায় আমাদের অভিযান চলমান রয়েছে।

তারই অংশ হিসেবে শনিবার বিরামপুর বাজারে অভিযান চালানো হয়।

এসময় মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে ৩টি ফার্মেসিকে ১১হাজার টাকা, মূল্য তালিকার সাথে স্বর্ণ বিক্রির সামঞ্জস্য না থাকায় ৩টি জুয়েলারি শিল্পালয়কে ৩ হাজার টাকাসহ সর্বমোট ৬টি প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়৷

এছাড়া বিভিন্ন বাজারে ভোক্তা এবং ব্যবসায়ীদের মাঝে লিফলেট ও মাস্ক বিতরণ করা হয়। পাশাপাশি মাইকিংয়ের মাধ্যমে প্রচার-প্রচারণা চালানো হয়েছে।

অভিযানে পুলিশ সদস্যরা উপস্থিত থেকে সহযোগীতা করেন। এমন অভিযান অব্যাহত থাকবে এবং ভোক্তা অধিকার আইনের লঙ্ঘন হলে তাকে আইনের আওতায় আনা হবে বলে জানানো হয়।

প্রতিবেদকঃ আশিক বিন রহিম, ১৭ জুলাই ২০২১

Share