ফরিদগঞ্জে মোবাইল কোর্টে জরিমানা ও ড্রেজার মেশিন বিনষ্ট

চাঁদপুরের ফরিদগঞ্জে লকডাউনের ৫ম দিনে ও স্বাস্থ্য বিধি না মানায় জরিমানা আদায় এবং অবৈধ ভাবে বালু উত্তোলনের করায় দুইটি ড্রেজার মেশিন ধ্বংস করেছে প্রশাসন।

৫ জুলাই সোমবার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শারমিন আক্তারের নেতৃত্বে ফরিদগঞ্জ বাজার ও বাস স্ট্যান্ড, কালির বাজার চৌরাস্তা, কালির বাজার, বেড়ি বাজার, বেপারী বাজারে স্বাস্থ্য বিধি না মানায় ও নিষিদ্ধ দোকান খোলা রাখার অপরাধে দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ৪টি মামলায় ৫ হাজার ৫’শ টাকা জরিমানা আদায় করা হয়।

একই দিনে ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের হর্নি দুর্গাপুর এলাকায় ফসলি ভূমি নষ্ট ও সরকারের আইনকে অবমাননা করে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করায় দু’টি মেশিন ও পাইপ বিনষ্ট করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার বলেন, স্বাস্থ্যবিধি না মানায় উপজেলার বিভিন্ন বাজারে জরিমানা আদায় ও সরকারে নির্দেশনা অনুযায়ী ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করা অপরাধে দুইটি ড্রেজার মেশিন বিনষ্ট করা হয়েছে।

প্রতিবেদক:শিমুল হাছান, ৫ জুলাই ২০২১

Share