চাঁদপুরে করোনার সংক্রমণ রোধে সরাকার ঘোষিত নির্দেশনা বাস্তবায়ন ও সামাজিক দূরত্ব বজায় রাখা নিশ্চিত করার লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন।
প্রতিদিনের ন্যায় ২৬ এপ্রিল সোমবার জেলার সকল উপজেলায় নির্বাহী কর্মকর্তা, এসি (ল্যান্ড) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন। এতে সর্বমোট ৬টি মোবাইল কোর্ট পরিচালনা করে ৪৬ মামলায় ১০হাজার ৭শ’ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয় সূত্রে প্রাপ্ত তথ্যে জানা যায়, সোমবার দিনের বিভিন্ন সময়ে জেলার সদর থেকে সকল উপজেলায় মোবাইল কোর্ট চলাকালে অযথা বাসা থেকে বের হওয়া, গণজমায়েত করা, নিরাপদ দূরত্ব বজায় না রাখার অপরাধে ৩৯ টি মামলায় ৩৯ জন ব্যক্তিকে মোট ৮হাজান টাকা জরিমানা করা হয় এবং বাজার মনিটরিং করা হয়।
হাজীগঞ্জে ৬ জনকে ৬শ’ টাকা জরিমানা করা হয় এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এ ১ টি মামলায় ১হাজার টাকা জরিমানা করা হয় ফরিদগঞ্জে ১০ মামলায় ১হাজার টাকা টাকা জরিমানা করা হয়।
অভিযানের মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট উজ্জ্বল হোসেন, আবিদা সিফাত, এ আর এম জাহিদ হাসান, রেশমা আক্তার।
করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণরোধের লক্ষ্যে জেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।
প্রতিবেদক:আশিক বিন রহিম,২৬ এপ্রিল ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur