মতলব দক্ষিণে ১৪ মামলায় জরিমানা ১৫ হাজার টাকা

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা উপজেলা বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে লকডাউন ও স্বাস্থ্যবিধি অমান্য করায় ১৪ জনকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। লকডাউন বাস্তবায়নে অভিযান ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা হক।

জানা যায়, ৩ জুলাই শনিবার নারায়নপুর বাজার, নাগদা ও মতলব সদর উপজেলার টিএন্ডটি এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালান উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা হক।এ সময় লকডাউন ও বিধিনিষেধ অমান্য করায় ১৪ জনকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা হক বলেন, লকডাউন ও স্বাস্থ্যবিধি অমান্য করায় ১৪ জনকে জরিমানা করা হয়েছে। করোনা মোকাবেলায় আমরা সবাই মিলে কাজ করছি। টিম ওয়ার্কের মাধ্যমে পুরো উপজেলা লকডাউন বাস্তবায়নে কাজ চলছে। কেউ স্বাস্থ্যবিধি মেনে না চললে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অভিযান পরিচালনার সময় খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মনজুর হোসেন রিপন মীর, থানার এস আই হাবিব সহ সঙ্গীয় ফোর্স, স্যানিটারী ইন্সপেক্টর গাজী খোরশেদ আলম উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ৩ জুলাই ২০২১

Share