বর্তমান কঠোর লকডাউন পরিস্থিতিতে সক্রিয় রয়েছে চাঁদপুরের জেলা প্রশাসন। এতে নিয়মিত মাঠে কাজ করছেন চাঁদপুর জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। লকডাউন অমান্যকারীদের বিরুদ্ধে নেয়া হচ্ছে আইনগত ব্যবস্থা।
২ জুলাই শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত চাঁদপুরে মোবাইল কোর্টে লকডাউন অমান্য কারীদেরকে ৯টি মামলায় ৭ হাজার ৬,শ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সকাল থেকে রাত ৮ টা পর্যন্ত চাঁদপুর শহরের বিভিন্ন স্থানে এই মোবাইল কোর্ট পরিচালনা অর্থদণ্ড আদায় করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত চক্রবর্তী। এসময় বিজিবি ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
জানা যায়,লকডাউনের দ্বিতীয় দিনে শুক্রবার সকাল থেকে চাঁদপুর শহরের বাস স্ট্যান্ড, চেয়ারম্যান ঘাটা ওয়ারলেস এবং শহরতলীর বাবুরহাট মহামায়া ও মঠখোলা এলাকাসহ বিভিন্ন স্থানে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের বেশ কয়েকজন ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় লকডাউন অমান্য করে যারা বিনা কারণে বাইরে বের হয়েছে তাদেরকে আলাদা আলাদাভাবে মোট নয়টি মামলা করা হয়।
এতে স্বাস্থ্য ও দণ্ডবিধির ২৬৯ ধারায় তাদের বিরুদ্ধে ৯টি মামলা থেকে সর্বমোট ৭ হাজার ৬শ’ টাকা জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত চক্রবর্তী।
চাঁদপুরে এই কঠোর লকডাউন চলমান পরিস্থিতিতে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের এই মোবাইল কোর্ট নিয়মিত পরিচালনা অব্যাহত থাকবে বলে জানা গেছে।
প্রতিবেদক: কবির হোসেন মিজি, ২ জুলাই ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur