মতলব দক্ষিণে বিধিনিষেধ অমান্য করায় জরিমানা

করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধির কারণে ৭ দিনের কঠোর লকডাউনের পাশাপাশি বেশ কয়েকটি বিধিনিষেধ মেনে চলার জন্য একটি প্রজ্ঞাপন জারি করেছেন সরকার।

২ জুলাই শুক্রবার লকডাউনের দ্বিতীয় দিনে কঠোর অবস্থানে ছিল পুলিশ,সেনাবাহিনী ও প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। বিকেলে অভিযানে বের হন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেণীর নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা হক।

বিধিনিষেধ অমান্য করে এবং বেধে দেয়া সময় অতিক্রম করে দোকানপাট খোলা রাখার অপরাধে নবকলস ওয়াপদা গেইট এলাকায় একটি মোবাইল লোডের দোকানে ১ হাজার টাকা, ৪টি মুদী দোকান মালিককে ২ হাজার টাকা এবং মুন্সীরহাট বাজারে এক মুদী দোকান মালিককে ৫ শত টাকা জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন… মতলবে লকডাউন অমান্য করায় ৬ ব্যবসায়ী আটক

সরকারের বেধে দেয়া সময়৷ ও বিধিনিষেধ গুলো মেনে চলার জন্য সকলের প্রতি অনুরোধ জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক। কঠোর লকডাউন অমান্য করলে জরিমানার পাশাপাশি জেলও দেয়া হবে বলে সবাইকে শতর্ক করে দেন ইউএনও।

একই দিন সকাল থেকে মতলব বাজারে সেনাবাহিনীর পাশাপাশি উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন কঠোর অবস্থানে ছিলেন।এসময় লকডাউন অমান্য করায় সাড়ে ৬ হাজার টাকা জরিমানা করা হয় এবং ৬ ব্যবসায়ীকে আটক করা হয়।পরে আটককৃতদের রাতে মুসলেকা রেখে ছেড়ে দেয়া হয়।

অভিযান পরিচালনাকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সেনেটারী ইনিসপেক্টর গাজী খোরশেদ আলম, মতলব দক্ষিণ থানার এসআই আউয়ালসহ সঙ্গীয় ফোর্স।

এছাড়া মতলব বাজার বনিক ও জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ফয়সাল সরকার,মতলব সাধারন সম্পাদক হায়দার মোল্লা, যুগ্ম- সাধারণ সম্পাদক মাহফুজ মল্লিক, মতলব পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর সাইফুল ইসলাম মোহন, ছাত্রলীগ নেতা রিয়াদুল আলম রিয়াদ,সাংবাদিক সমির ভট্রাচার্য্য বলু উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ২ জুলাই ২০২১

Share