Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে কঠোর লকডাউন বাস্তবায়নে জরিমানা আদায়
জরিমানা

ফরিদগঞ্জে কঠোর লকডাউন বাস্তবায়নে জরিমানা আদায়

সরকারের ঘোষিত সারাদেশে ৭ দিনের লকডাউন প্রথম দিন ফরিদগঞ্জ উপজেলা প্রশাসনের কঠোর ভাবে লকডাউন বাস্তবায়নে উপজেলার বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করেন জরিমানা আদায় করা হয়েছে।

১ জুলাই বৃহস্পতিবার সকালে থেকে উপজেলা নির্বাহী অফিসার শিউলী হরি ও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান পরিচালনার সময় ফরিদগঞ্জ বাজার, উপজেলার দক্ষিন ইউনিয়নের কালির বাজার ও রূপসা দক্ষিণ ইউনিয়নের গৃদকালিন্দিয়া বাজারে স্বাস্থ্যবিধি না মানার অপরাধে এবং নিষিদ্ধ দোকান খোলা রাখার অপরাধে দÐবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ৪টি মামলায় ৪ হাজার ৭শ’ টাকা জমিরানা আদায় করেন।

এ সময় তিনি উপজেলা নির্বাহী অফিসার শিউলী হরি কঠোর লকডাউনে প্রয়োজন ব্যতিত ঘরের বাহিরে না যাওয়ার জন্য সকলের প্রতি অনুরোদ জানান।

প্রতিবেদক:শিমুল হাছান,১ জুলাই ২০২১