হাইমচরে ১০ জুয়ারি থেকে জরিমানা আদায়

চাঁদপুরের হাইমচরে জুয়ার আসর থেকে আটক পেশাদার ১০ জুয়াড়িকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আর্থিক জরিমানা করা হয়েছে। তবে তাদের প্রত্যেকের কাছ থেকে মুচলেকা আদায় করা হয়। এই মর্মে, আর কখনো জুয়া খেলবে না তারা। যদি এমন শর্ত ভঙ্গ হয়, তবে আদালতের দেওয়া যেকোনো সাজা মেনে নেওয়া হবে।

১৩ জুন হাইমচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি), নির্বাহী ম্যাজিস্ট্রেট রিগ্যান চাকমা পুলিশের হাতে আটক এই ১০ জুয়াড়ির মুচলেকা আদায় ছাড়াও নগদ এক হাজার টাকা করে আর্থিক জরিমানা আদায় করেন।পরে তাদের ছেড়ে দেওয়া হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার কাটাখালী বাজারের একটি ঘরে দেশি-বিদেশি নামে জুয়ার আসর বসানো হতো।

এর নেতৃত্বে ছিল কালা মহসিন, সোহেল সর্দার, এরশাদ ছৈয়াল ও বাদল দেওয়ান নামে পেশাদার একদল জুয়াড়ি।

গত শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে হাইমচর থানার উপপরিদর্শক মো. হানিফ ও আব্দুল খালেকের নেতৃত্বে একদল পুলিশ সেখানে হানা দিয়ে আলোচিত চার জনসহ মোট ১০ জুয়াড়িকে হাতেনাতে আটক করে।

হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান মোল্লা জানান, আটককৃতদের থানায় নিয়ে আসা হয়। পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদান করা হয়।

এদিকে, স্থানীয় একটি সূত্র জানিয়েছে, পেশাদারসহ আটক জুয়াড়িদের ছাড়িয়ে নিতে স্থানীয় প্রভাবশালী একটি মহল থেকে পুলিশের ওপর চাপ ও চেষ্টা তদবির করা হয়। কিন্তু পুলিশ কঠোর অবস্থানে থাকায় শেষ পর্যন্ত তদবিরবাজরা সফল হয়নি।

সূত্র আরো জানিয়েছে, ক্ষমতাসীন রাজনৈতিক দলের কতিপয় প্রভাবশালী নেতার ছত্রছায়ায় খুব গোপনে জুয়ার বোর্ড বসিয়ে এমন অনৈতিক কাজ চলছিল। এতে যোগ দিয়ে সর্বনাশা জুয়ার নেশায় অনেকেই আর্থিক ক্ষতির মুখে পড়েন।

স্টাফ করেসপন্ডেট, ১৪ জুন ২০২১

Share