Home / উপজেলা সংবাদ / শাহরাস্তি / শাহরাস্তিতে ৭ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা আদায়
Shaharasti

শাহরাস্তিতে ৭ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা আদায়

চাঁদপুরের শাহরাস্তিতে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে মোবাইল কোর্টে ৭ টি মামলা ও জরিমানা করা হয়েছে।

১ আগস্ট রোববার শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তারের সার্বিক নির্দেশনায় শাহরাস্তি উপজেলার উয়ারুক ও রাঢ়া মৌলভী বাজারসহ বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এ সময় স্বাস্থ্যঝুঁকি সৃষ্টিকারী ও সরকারি বিধি-নিষেধ অমান্যকারীদের আইনের আওতায় এনে মোবাইল কোর্টের মাধ্যমে ৭টি মামলায় ৭ জনকে ১৮ হজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী ক‌মিশনার (ভূ‌মি) ও এক্সিকিউটিভ ম‌্যা‌জি‌স্ট্রেট আমজাদ হোসেন ।

তাছাড়া করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে উপজেলা প্রশাসন,শাহরাস্তির উদ্যোগে মানুষকে স্বাস্থ্যবিধি প্রতিপালনে উদ্বুদ্ধ করা হয়। মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন সেনাবাহিনীর একটি দক্ষ ও চৌকস টীম।

করোনা মোকাবেলায় ও লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।ঘরে থাকুন নিরাপদে থাকুন। স্বাস্থ্যবিধি মেনে চলুন।

মো.জামাল হোসেন ,১ আগস্ট ২০২১