মতলবে মোবাইল কোর্টে ২৭ হাজার ৫শ টাকা জরিমানা আদায়

মতলব দক্ষিণ উপজেলায় করোনা সংক্রমণ বৃদ্ধি প্রতিরোধে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাহমিদা হক এর নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ,আনসার বাহিনীর সদস্য, জনপ্রতিনিধি ও বাজার কমিটির সমন্বয়ে মতলব বাজার ও নারায়ণপুর বাজারে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

মতলব উপজেলা ওয়েবসাইড থেকে ২৭ জুলাই বেলা ২ টায় এ তথ্য জানা হেছে ।

এ সময় লকডাউন শর্ত অমান্য করে ব্যবসা পরিচালনা করার অপরাধে ১২ জনকে ২৭ হাজার টাকা ৫৩০ টাকা জরিমানা করা হয়।

বাজার কমিটির মাধ্যমে কিছু দোকানে তালা মারা হয়েছে।একাধিক বার সতর্ক করা সত্ত্বেও মতলব বাজারে যে সকল কাপড় ব্যবসায়ী এবং টেইলর দোকান খুলেছে তাদের মধ্যে ৫ জনকে থানা পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়েছে।মুচলেকা গ্রহণ করে বাজার কমিটির জিম্মায় তাদের ছাড়া হবে। উপজেলা প্রশাসনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।

আবদুল গনি, ২৭ জুলাই ২০২১

Share