Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে লকডাউন না মানায় জরিমানা ৪ হাজার
জরিমানা

ফরিদগঞ্জে লকডাউন না মানায় জরিমানা ৪ হাজার

ফরিদগঞ্জে লকডাউনের ৮ ও ৯ তম দিনে মাস্ক ব্যবহার এবং নিষিদ্ধ ভাবে দোকান খোলা রাখার অপরাধে ৭ টি মামলায় ৪ হাজার ৭’শ টাকা জরিমানা আদায় করা হয়।

২২ এপ্রিল বৃহস্পতিবার ফরিদগঞ্জ বাজার ও নয়া হাট বাজারে মাস্ক ব্যবহার না করায় এবং নিষিদ্ধ ভাবে দোকান খোলা রাখার অপরাধে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শারমিন আক্তার ও থানার পুলিশসহ এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ সময় মাস্ক ব্যবহার না করায় এবং সরকারের নির্দেশনা মোতাবেক নিষিদ্ধ ভাবে দোকান খোলা রাখার অপরাধে দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ৭ টি মামলায় ৪ হাজার ৭’শ টাকা জরিমানা আদায় করা হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার জানান, মাস্ক ব্যবহার না করায় এবং সরকারের নির্দেশনা মোতাবেক নিষিদ্ধ দোকান খোলা রাখার অপরাধে জরিমানা আদায় ও জন সচেতনতায় আমাদের এ অভিযান পরিচালনা করা হয়েছে।

প্রতিবেদকঃশিমুল হাছান,২২ এপ্রিল ২০২১