মতলব দক্ষিণে শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রধান

মতলব দক্ষিণ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয় কর্মকর্তার আয়োজনে মঙ্গলবার (১০ ডিসেম্বর) বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। বেগম রোকেয়া দিবস উপলক্ষে সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে মতলব বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে সমাপ্ত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে শ্রেষ্ঠ জয়িতাদের সন্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানা।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ সালেহ আহম্মদ। শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী হিসেবে বক্তব্য রাখেন মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুইটি শিরিন।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয় কর্মকর্তা আমেনা বেগম। আলোচনা সভা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ ৪ জন জয়তিদের মাঝে সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়। ৪জন শ্রেষ্ঠ জয়তিদের মধ্যে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী শারমিন আক্তার, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী লাইলী আক্তার, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী শারমিন আক্তার এবং শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী সুইটি শিরিন।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ১০ ডিসেম্বর ২০২৪

Share