দেশে নদীগর্ভে বিলিন সিকস্তি জমি ৫ লাখ ১৪ হাজার একর

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জানিয়েছেন, ভাঙনে নদীগর্ভে বিলিন সিকস্তি হওয়া জমির পরিমাণ ৫ লাখ ১৪ হাজার ৬৭১ দশমিক ৯৫ একর।

মঙ্গলবার ২৯ জুন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য হাবিবর রহমানের প্রশ্নের জবাবে ভূমিমন্ত্রী জাতীয় সংসদকে এ তথ্য জানান।

স্পিকার ড.শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জানান,দেশের বর্তমান বিধিবিধান অনুযায়ী সিকস্তি জমির খাজনা আদায়ের সুযোগ নেই।

ভূমিমন্ত্রীর আরও জানান, চট্টগ্রাম বিভাগে সবচেয়ে বেশি সিকস্তি ।

বার্তা কক্ষ ,২৯ জুন ২০২১

Share