চাঁদপুর টাইমস নিউজ ডেস্ক। আপডেট: ০৩:৫৮ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০১৫, শুক্রবার
রাজধানীর শ্যামলীতে অবৈধভাবে জমি দখল করতে গেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের ৯ নেতাকর্মীকে আটক করেছে আদবর থানা পুলিশ।
গত সোমবার এ ঘটনা ঘটলেও বৃহস্পতিবার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একটি অংশের নেতারা খবরটি নিশ্চিত করেছেন।
আটকের কথা স্বীকার করে আদাবর থানার ওসি রুহুল ইমাম জানান, ‘জমি দখলের ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছিল।’
আটকৃত ছাত্রলীগ ক্যাডাররা হলেন- বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আব্দুর রহিম জুয়েল (জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ, ৪১তম ব্যাচ), বনি আলম (ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ, ৪১তম ব্যাচ), রবিউল ইসলাম (নগর অঞ্চল ও পরিকল্পনা বিভাগ, ৪২তম ব্যাচ), জুবায়ের রহমান (গণিত বিভাগ, ৪২তম ব্যাচ), অনিক সাহা (ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগ, ৪২তম ব্যাচ), আদনান সৌম্য (ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগ, ৪২তম ব্যাচ), সৈয়দ লায়েব আলী (দর্শন বিভাগ, ৪৩তম ব্যাচ), মিনহাজুল আবেদিন (ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগ, ৪৩তম ব্যাচ) ও অলিউন নবী অলিভ (ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগ, ৪৩তম ব্যাচ)। আটককৃতরা সবাই মীর মশাররফ হোসেন হলের আবাসিক শিক্ষার্থী।
ছাত্রলীগ সূত্রে জানা যায়, যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু নাসের মো. পাভেলের ছোট বোন অ্যাডভোকেট খুকির পক্ষে অবৈধ জমি দখল করতে যায় শাখা ছাত্রলীগের প্রায় ১২-১৫ জন নেতাকর্মী। এ সময় পুলিশ তাদের মধ্যে ৯ জনকে আটক করে। বাকীরা সবাই পালিয়ে যায়। আটকৃতরা সবাই জাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিব আহমেদ রাসেল ও শাখা ছাত্রলীগের সাহিত্য সম্পাদক সানোয়ার হোসেনের অনুসারী।
এ বিষয়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিব আহমেদ রাসেল বলেন, ‘এ রকম কোনো ঘটনায় ছাত্রলীগের কেউ জড়িত থাকলে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।’
শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান জনি বলেন, “যদি এ রকম কোনো ঘটনায় কোনো শিক্ষার্থী জড়িত থাকে তাহলে দেশের প্রচলিত আইন অনুযায়ী তাদের বিচার দাবি করছি। এছাড়া ছাত্রলীগের কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। কোনো ধরনের ছাড় করা হবে না।”