বাংলাদেশ জমিয়াতুল মোর্দারেছিন আঞ্চলিক সম্মেলন সফল করার লক্ষ্যে চাঁদপুর সদর উপজেলার মতবিনিময় সভা সোমবার দুপুরে শহরের বিষ্ণুদী ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জমিয়াতুল মোর্দারেছিন চাঁদপুর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ ড. একে এম মাহবুবুর রহমান।
কামরাঙ্গা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. মো. মজিবুর রহমানের সভাপতিত্বে ও জমিয়াতুল মোদার্রেছীন চাঁদপুর জেলা শাখার যুগ্ম সম্পাদক অধ্যক্ষ মাও. আবু জাফর মো. মাইনুদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাও. মো. মোস্তাফিজুর রহমান খান, , চাঁদপুর সদর উপজেলার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাও. মোহাম্মদ জসিম উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা শাখার সহ- সভাপতি অধ্যক্ষ মাও. আনম মহিব্বুল্লাহ, অধ্যক্ষ মাও. আইম জাকারিয়া চৌধুরী, ওচমানিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার উপাধ্যক্ষ এ বি এম মোস্তফা কামাল, পশ্চিম সকদি মার্দানিয়া মাদ্রাসার অধ্যক্ষ মো. মকবুল আহমেদ, রাজরাজেস্বর মাদ্রাসার সুপার এ এইচ এম হাবিব উল্লাহ মনিহার দাখিল মাদ্রাসার সুপার নজীর আহমদ, কাদেরিয়া চিশতিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাও. আব্দুল হান্নান, বিষ্ণুদী মাদ্রাসার সহকারী শিক্ষক মো. মনির হোসেন, কামরাঙ্গা ফাজিল মাদ্রাসার প্রভাষক মো. বেলাল হোসাইনসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ছিলেন।
প্রতিবেদক শরীফুল ইসলাম
: আপডেট, বাংলাদেশ সময় ১১:৫০ পিএম,২৭ নভেম্বর ২০১৭, সোমবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur