ইসলাম

শুক্রবার থেকে পবিত্র জমাদিউল আউয়াল মাস শুরু

বাংলাদেশের আকাশে বুধবার ১৪৩৯ হিজরি সনের পবিত্র জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আজ বৃহস্পতিবার পবিত্র রবিউস সানি মাস ৩০ দিন পূর্ণ হবে।

এরই পরিপ্রেক্ষিতে আগামীকাল শুক্রবার (১৯ জানুয়ারি) থেকে পবিত্র জমাদিউল আউয়াল মাস গণনা শুরু হবে।

গতকাল বুধবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন, বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হাফিজুর রহমান।

সভায় ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী, তথ্য মন্ত্রণালয়ের উপসচিব এস এম মাহফুজুল হক, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. শাফায়াত মাহবুব চৌধুরী, ওয়াক্ফ প্রশাসক মো. শহীদুল ইসলাম, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক (অর্থ) মো. ইউসুফ আলী, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক মো. আবদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

ইসলাম ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ১১ : ৩০ এএম, ১৮ জানুয়ারি ২০১৮, বৃহস্পতিবার
এইউ

Share