বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) বেসরকারি ন্যাশনাল ব্যাংকের সাবেক পরিচালক রন হক সিকদার,রিক হক সিকদারসহ সিকদার পরিবারের আরও অনেকের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে।বিএফআইইউ মঙ্গলবার ২২ অক্টোবর দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এ ব্যাপারে নির্দেশনা দিয়ে চিঠি পাঠিয়েছে।
সিকদার পরিবারের অন্য যেসব সদস্যের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে তারা হলেন—মনোয়ারা সিকদার,মমতাজুল হক সিকদার,নাসিম সিকদার,পারভিন হক সিকদার,সালাহউদ্দিন খান, মনিকা খান সিকদার,জেফরী খান সিকদার,মেন্ডি খান সিকদার,লিসা ফাতেমা হক সিকদার,দিপু হক সিকদার,শন হক সিকদার,জন হক সিকদার।
চিঠিতে বলা হয়,হিসাব জব্দ করা ব্যক্তিদের সব লেনদেন বন্ধ থাকবে। আগামি ৩০ দিন এসব হিসাবে কোনও ধরনের লেনদেন করা যাবে না। পাশাপাশি মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের যাবতীয় তথ্যও জমা দিতে বলা হয়েছে।
চাঁদপুর টাইমস রিপোর্ট
২৩ অক্টোবর ২০২৪
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur