Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / নারায়নপুর পৌরসভায় জন্ম নিবন্ধন সনদ না পাওয়ায় পৌরবাসীর চরম দুর্ভোগ
পৌরসভায়

নারায়নপুর পৌরসভায় জন্ম নিবন্ধন সনদ না পাওয়ায় পৌরবাসীর চরম দুর্ভোগ

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নবসৃষ্ট ২য় পৌরসভা নারায়নপুর পৌরসভার সকল কার্যক্রম চলছে অফলাইনে। ওয়ার্ড ভিত্তিক জিও কোড না থাকায় গত দেড় বছর ধরে জন্ম নিবন্ধন সনদ পাচ্ছে না। অন্যান্য নাগরিক সেবা চলছে অফলাইনে, এতে এ পৌর সভার হাজার হাজার নাগরিককে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ । লোকবল না থাকায় পৌর প্রসাশক নিজে একাই সব কাজ করতে হচ্ছে।

নারায়নপুর বাজারে অবস্থিত এ পৌরসভার কার্যালয়ে (পুরোনো ইউনিয়ন পরিষদ ভবন) সরেজমিনে দেখা যায়, এলাকার কালিকাপুর গ্রামের জহিরুল হক,সারপার গ্রামের বাবুল হোসেন, তাদের পরিবারের সন্তানের জন্ম সনদের জন্য এসেছেন। কিন্তু তারা এ সনদ কবে পাবে তা জানেনা আক্ষ্যেপ করে বলে “ কি পৌরসভা অইল কোন সেবাই পাই না, অফিসে কেউ নাই, যাও একজন আছে সে কিছুই বলতে পারেনা,আমরা এহন কি করুম, আমাদের সন্তানের জন্ম নিবন্ধন সনদ খুব প্রয়োজন ।’’ তাছাড়া গ্রাম পুলিশ সুকুমার বলেন, আমিসহ ৬জন গ্রাম পুলিশ ১৪ মাস যাবৎ বেতন পাচ্ছি না। আমারা পৌরসভায় না ইউনিয়নে আছি তাও জানিনা।

এ ব্যাপারে বর্তমান পৌর প্রশাসক ও সহকারি কমিশনার (ভুমি) জাবেদ হোসেন চৌধুরী বলেন, ওয়ার্ড বিভক্তির গ্যাজেট না থাকায় পরিসংখান ব্যুরো থেকে দুই ডিজিটের জিও কোড পাওয়া যায়নি। আমরা ইতিমধ্যে যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন করেছি । দুই ডিজিটের জিও কোড পেয়ে গেলে আমরা জন্ম নিবন্ধন সনদ দিতে পারবো। তাছাড়া আমি ছাড়া আর কোন কর্মকর্তা কর্মচারী নেই এ পৌরসভায়। তবে আমার অফিসের মাধ্যমে অফলাইনে সকল সেবা দিয়ে যাচ্ছি এবং ইউনিয়ন থাকাকালিন সময়ের ওয়ার্ড অনুযায়ী কাজ চালিয়ে যাচ্ছি।

প্রতিবেদক: মাহ্ফুজ মল্লিক, ৫ মার্চ ২০২৫