মাতৃদুগ্ধকে অগ্রাধিকার দিন, টেকসই সহায়ক ব্যবস্থা গড়ে তুলুন” প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৫ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) সকাল ১০টায় চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ উদ্দিন। তিনি বলেন, “শিশুর জন্য মায়ের দুধের কোনো বিকল্প নেই। জন্মের পর থেকেই মাতৃদুগ্ধ খাওয়ানো নিশ্চিত করতে হবে, এটি শিশুকে সুস্থ ও মেধাবী করে তোলে।”
সভাপতিত্ব করেন চাঁদপুর সিভিল সার্জন ডা. নুর আলম দ্বীন। বিশেষ অতিথি ছিলেন সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. আব্দুল আজিজ।
ডা. জোবায়ের হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর হাসপাতালের সহকারী পরিচালক আশরাফ আহমেদ চৌধুরী, সদর মডেল থানার ওসি বাহার মিয়া, জেলা তথ্য অফিসার তপন বেপারী ও পরিবার পরিকল্পনা প্রতিনিধি ডা. শাহরিন।
বক্তারা বলেন, মায়ের দুধ শিশুর শারীরিক, মানসিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশে অপরিহার্য। পাশাপাশি মায়ের স্বাস্থ্য রক্ষাতেও এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
প্রতিবেদক: মুহাম্মদ বাদশা ভূঁইয়া,২৫ আগস্ট ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur