চাঁদপুর

জন্মাষ্টমী উদযাপনে চাঁদপুর জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

জেলা পর্যায়ে শুভ জন্মাষ্টমী যথাযোগ্য মর্যাদা ও আনন্দঘন পরিবেশে উদ্যাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা সোমবার (৭ আগস্ট) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

চাঁদপুর জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডলের সভাপতিত্বে বছরের জন্মাষ্টমী কার্যবিবরণী পাঠ করেন নেজারত ডেপুটি কালেক্টর (এসডিসি) নারায়ণ চন্দ্র পাল।

সভায় সিদ্ধান্ত হয় যে, আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস হওয়ায় জন্মাষ্টমীর অনুষ্ঠান একদিনের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। তাই আগামী ১৪ আগস্ট বিকেলে পুরাণবাজার হরিসভা মন্দির প্রাঙ্গণ থেকে জন্মাষ্টমীর র‌্যালি বের হয়ে জেলা উদযাপন কমিটির আয়োজিত জন্মাষ্টমীর অনুষ্ঠান গোপাল জিউর আখড়া মন্দিরে এসে মূল র‌্যালির সাথে একাত্মতা পোষণ করে শহর প্রদক্ষিণ করবে।

সন্ধ্যার পূর্বে স্ব স্ব মন্দিরের র‌্যালিগুলো মন্দিরগুলোতে চলে যাবে। সন্ধ্যা ৭টায় জেলা জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের আয়োজনে নতুনবাজার শ্রী শ্রী গোপাল জিউর আখড়া মন্দিরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল। পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম গোপাল জিউর আখড়া মন্দির থেকে বের হওয়া জন্মাষ্টমীর র‌্যালির উদ্বোধন করবেন। পুরাণবাজার হরিসভা মন্দিরে র‌্যালির উদ্বোধন করবেন পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ।

এ সময় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মিজানুর রহমান, জেলা পূজা উদ্যাপন পরিষদের সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাড. বিনয় ভূষণ মজুমদার, সাধারণ সম্পাদক অ্যাড. রনজিত রায় চৌধুরী, জেলা জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের সভাপতি গোপাল সাহা, সাধারণ সম্পাদক জয়রাম রায়, সদর থানা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুশীল সাহা, সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, পুরাণবাজার ঘোষপাড়া জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের কর্মকর্তা জুয়েল কান্তি নন্দুসহ আরো অনেকে।

প্রতিবেদক : শরীফুল ইসলাম
আপডেট, বাংলাদেশ সময় ১০ : ৫০ পিএম, ৭ আগস্ট ২০১৭,সোমবার
এইউ

Share