Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে হাজীগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা
জন্মশতবার্ষিকীতে

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে হাজীগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ১৭ই মার্চ বুধবার সকালে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে হাজীগঞ্জ পশ্চিম বাজার বালুর মাঠ সংগলগ্ন অস্থায়ী কার্যালয়ে প্রতিকৃতিতে এ শ্রদ্ধাজ্ঞলি অর্পণ শেষে বিকালে এ শোভাযাত্রা বের করা হয়।

হাজীগঞ্জ বাজার পদক্ষিন করে পৌরসভার সামনে থেকে ঘুরে পশ্চিম বাজার বঙ্গবন্ধুর মুরাল পদক্ষিন শেষে পুনরায় বালুর মাঠে কয়েক হাজার নেতাকর্মী মিলিত হয়।

পরে সংক্ষেপে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজী ও সাধারণ সম্পাদক গাজী মো. মাঈনুদ্দিনের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনের দিক নির্দশনামূলক বক্তব্যে রাখেন।

উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক মুরাদের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান , মহিলা ভাইস-চেয়ারম্যান শিউলি পারভীন মিলি, ১১নং হাটিলা পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ইঞ্জি. সফিকুর রহমান ভূঁইয়া, ৫নং হাজীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সফিকুর রহমান মীর, ২নং ইউনিয়নের চেয়ারম্যান মাহফুজর রহমান ইউসুফ, ৩নং চেয়ারম্যান মানিক হোসেন প্রধানীয়া, ৪নং কালচোঁ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আক্তার হোসেন মিকন, সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান মজুমদার, ৬নং ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেন, ৭নং এর চেয়ারম্যান মনির হোসেন গাজী,৮নং হাটিল পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোস্তফা কামাল, ৯নং গন্ধর্ব্যপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী নুুরুর রহমান বেলাল, সাধারণ সম্পাদক গাজী অলিউল্যাহ, ১০ ইউনিয়নের চেয়ারম্যান গিয়াসউদ্দিন বাচ্ছু, সাধারন সম্পাদক খোরশে আলম শোভন ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফরিদুল ইসলাম, বর্তমান সাধারণ সম্পাদক আবু ইউসুফ মোহন গাজী, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি শুকুর আলম শুভসহ উপেলার সকল ইউনিয়নের নেতৃবৃন্দ।

প্রতিবেদক:জহিরুল ইসলাম জয়,১৭ মার্চ ২০২১