জন্মভূমি হিসেবে এলাকায় সর্বোচ্চ উন্নয়ন করা হবে: পরিকল্পনা প্রতিমন্ত্রী

পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম (মোহন) বলেছেন, ‘নিজ জন্মভূমি হিসেবে উন্নয়নমূলক সর্বোচ্চ কাজ করা হবে।’

২৫ আগস্ট বুধবার মতলব দক্ষিণ উপজেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে উন্নয়নমূলক মতবিনিময়সভায় যোগদানের পূর্বে সংক্ষিপ্ত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব বলেন।

তিনি আরও বলেন, যতগুলো মন্ত্রণালয় আছে সবর্বৃহৎ মন্ত্রনালয় হচ্ছে পরিকল্পনা মন্ত্রণালয় এবং এ মন্ত্রণালয়ে ৯ জন সচিব রয়েছে। কোন মন্ত্রণালয়ে এতো বেশী সচীব নেই।উন্নয়নের ৪০ শতাংশ বরাদ্দ হয় এ মন্ত্রণালয় থেকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার সততা ও যোগ্যতা দেখে আমাকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন। আপনারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আমার জন্য দোয়া করবেন যেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তায়নে দেশের জনগণের জন্য কাজ করতে পারি।

দলের নেতা-কর্মীদের উদ্দেশ্য বলেন, দল যাতে জনগনের কাছ থেকে বিচ্ছিন্ন না হয় সেদিকে নেতাদের দৃষ্টি রাখতে হবে।কারন বাংলাদেশ আওয়ামী লীগ একটি সর্ববৃত রাজনৈতিক দল। এ দলের প্রতি সাধারণ মানুষের সমর্থনও বেশী রয়েছে। তাই তাই দলের নেতা কর্মীদের কর্মকাণ্ড ও ব্যবহারে যেন সাধারণ মানুষের ঘৃনা জন্ম না নেয় সে দিকে সতর্ক থাকতে হবে।

তিনি জনগনের উদ্দেশ্য আরও বলেন, আপনারা যে কেন প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে পারবেন।আমি আপনাদেরই সন্তান।

পথসভায় বিশেষ অতিথি সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ নুরুল আমিন রুহুল বলেছেন, প্রতিমন্ত্রী ড. শামসুল আলমের হাত দিয়েই চলতি বছরের ডিসেম্বরের মধ্য মতলববাসীর দীর্ঘদিনের স্বপ্ন গজারিয়া সেতুর কাজ সম্পন্ন করা হবে। মতলববাসীর একশ বছরের যে উন্নয়নমূলক কাজ করার পরিকল্পনা ছিল তা ওনার মাধ্যমে করা হবে ইনশাআল্লাহ। উন্নয়ন কর্মকান্ডের মাধ্যমে মতলবের চেহারা পাল্টে দেয়া হবে।

এমপি রুহুল আরও বলেন, মতলব সেতুসহ মতলবের অনেক উন্নয়নমূলক কর্মকাণ্ড ওনার সার্বিক সহযোগিতার মাধ্যমে হয়েছে। ভবিষ্যতেও হবে।

পথসভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ এর চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ, মতলব পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ আওলাদ হোসেন লিটন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মুবিন সুজন,মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী বেগম রুনু, আওয়ামী লীগ নেতা লিয়াকত আলী প্রধান, এমএআজিজ বাবুল, ইউপি চেয়ারম্যান সৈয়দ মনজুর হোসেন রিপন, গোলাম মোস্তফা, শহীদ উল্লাহ প্রধান, উপাদী উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ আলম খান, উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক চন্দন শাহ, ভিপি আতাউর, পৌর যুবলীগের সভাপতি সোহাগ সরকার,পৌরসভার প্যানেল মেয়র মামুন চৌধুরী বুলবুল, কাউন্সিলর,আবুল বাসার পারভেজ, লিয়াক আলী সরকার, সারোয়ার সরকার লিখন, আনিছুর রহমান আনু, সাইফুল ইসলাম মোহন, পিন্টু সাহা, আব্দুল হাই, ছাত্রলীগ নেতা রিয়াদুল আলম রিয়াদ, নুর মোহাম্মদ তামিম প্রমুখ।

এদিকে প্রতিমন্ত্রী ড. শামসুল আলম মোহন ও এমপি রুহুলকে অভিনন্দন জানাতে মতলব সেতুর উত্তর ও দক্ষিণ পাড়,পানি ট্যাংকির মোড়, ম্যাক্সি সৃট্যান্ত ও উপজেলা পরিষদ প্রাঙ্গনে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগের নেতাকর্মী এবং জনপ্রতিনিধিরা ব্যানার ফ্যাস্টুন নিয়ে দাড়িয়ে থাকেন।পথসভার আগে উপজেলা পরিষদ প্রাঙ্গনে স্থাপিত বঙ্গবন্ধুর মোড়লে শ্রদ্ধা জানান এবং উপজেলা চত্বরে একটি গাছের চারা রোপন করেন প্রতিমন্ত্রী ও এমপি।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ২৫ আগস্ট ২০২১

Share