বঙ্গমাতার জন্মবার্ষিকীতে জেলা প্রশাসন-আ’লীগের কর্মসূচি পালন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী ও বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মমতাময়ী মা বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী আজ।

বঙ্গমাতা ১৯৩০ সালের ৮ আগস্ট তৎকালীন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার ডাকনাম ছিল রেণু। বাবার নাম শেখ জহুরুল হক ও মায়ের নাম হোসনে আরা বেগম। এক ভাই দু’বোনের মধ্যে তিনি ছিলেন ছোট। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে তিনি জাতির পিতার হত্যাকারীদের হাতে নির্মমভাবে শাহাদাৎ বরণ করেন।

বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসন ও চাঁদপুর জেলা আওয়ামী লীগ নানা কর্মসূচি গ্রহণ করেছে। চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সকাল ১০টায় জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে এক জুম এ্যাপস আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানে মহিলা বিষয়ক অধিদপ্তরের ব্যবস্থাপনায় চাঁদপুরের সকল উপজেলায় ৫৬টি সেলাই মেশিন ও নগদ ২ হাজার করে টাকা অসহায় ও কর্মঠ ও সেলাই কাজে দক্ষতা আছে এমন নারীদেের প্রদান করা হয়েছে। জেলা প্রশাসক চাঁদপুর সদরের ও চাঁদপুর পৌরসভার ১০ কে এ সেলাই মেশিন প্রদান করেন। বাকীগুলো স্ব স্ব উপজেলায় প্রদানের নির্দেশ প্রদান করেন।

অন্যান্য মধ্যে জুম এ্যাপসে সম্পৃক্ত হন– পুলিশ সুপার মো.মিলন মাহমুদ, জেলা আ‘লীগের সভাপতি নাসির উদ্দিন আহমদ,সাধারণ সম্পাদক বীরমুক্তি যোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল , বীরমুক্তি যোদ্ধা সৈয়দা বদরুন্নাহার চৌধুরী,মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক ভারপ্রাপ্ত আমেনা বেগম, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি মো.ইকবাল পাটওয়ারী ও মহিলা লীগের সভানেত্রী অধ্যাপিকা মাসুদা নূর প্রমুখ ।

জেলা আওয়ামী লীগের কর্মসূচি

৮ আগস্ট রোববার সকাল ৮টায় চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ৮টা ৩০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবেন চাঁদপুর জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

বাদ আসর চাঁদপুর রেলওয়ে বাইতুল আমিন জামে মসজিদে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব ও বঙ্গবন্ধুর সপরিবার যারা ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত হয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনা করা হবে। মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের যে সমস্ত নেতৃবৃন্দ মৃত্যুবরণ করেছেন তাদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও তবারুক বিতরণ করা হবে বলে জানানো হয়েছে

আবদুল গনি , ৮ আগস্ট ২০২১

Share