সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জ্যেষ্ঠ পুত্র শহিদ বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল এর ৭২ তম জন্মবার্ষিকী উপলক্ষে চাঁদপুর স্টেডিয়াম প্রাঙ্গনে শহিদ শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন চাঁদপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মো. মিলন মাহমুদ বিপিএম-বার মহোদয়।
উক্ত দিবস উদযাপন উপলক্ষে বৃক্ষ রোপন, চারা বিতরণ কর্মসূচী ও ভার্চুয়াল মতবিনিময় সভার মধ্য দিয়ে পালন করা হয়। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জনাব সুদীপ্ত রায় ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব আসিফ মহিউদ্দীন’সহ জেলা পুলিশের উধ্বর্তন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বার্তা কক্ষ , ৫ আগস্ট ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur