পরিবার কল্যান সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে পরিবার পরিকল্পনা সেবা গ্রহণ করি কৈশোর কালীন মাতৃত্ব রোধ করি এ শ্লোগানে ৯ ডিসেম্বর চাঁদপুর সদরের বালিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে স্হায়ী ও দীর্ঘমেয়াদী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতির ক্যাম্প অনুষ্ঠিত হয়।
উক্ত ক্যাম্পে ২৮ জন ইমপ্লান্ট ও ৬ জন আই ইউডি সম্পাদন করা হয়। ৮ জন নতুন খাবার বড়ি গ্রহীত,৫জন কনডম, ৫ জন ইনজেকশন, ১০জন গর্ভবতী চেকাপ,১২জন সাধারণরুগী, ৮জন শিশু, ১৫জন কিশোরকিশোরীকে সেবা দেওয়া হয়।
ক্যাম্প পরিচালনা করেন চাঁদপুর সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এমএ গফুর মিয়া । উপস্থিত ছিলেন সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা ওবায়দুল হক,
ক্যাম্প পরিচালনায় সহযোগিতা করেন পরিবার পরিকল্পনা বিভাগের নাজির আহমাদ, পারুল আক্তার, রহিমা আক্তার, রুজিনা আক্তার প্রমুখ।
প্রেস বিজ্ঞপ্তি, ১০ ডিসেম্বর ২০১৯