পরিবার কল্যান সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে পরিবার পরিকল্পনা সেবা গ্রহণ করি কৈশোর কালীন মাতৃত্ব রোধ করি এ শ্লোগানে ৯ ডিসেম্বর চাঁদপুর সদরের বালিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে স্হায়ী ও দীর্ঘমেয়াদী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতির ক্যাম্প অনুষ্ঠিত হয়।
উক্ত ক্যাম্পে ২৮ জন ইমপ্লান্ট ও ৬ জন আই ইউডি সম্পাদন করা হয়। ৮ জন নতুন খাবার বড়ি গ্রহীত,৫জন কনডম, ৫ জন ইনজেকশন, ১০জন গর্ভবতী চেকাপ,১২জন সাধারণরুগী, ৮জন শিশু, ১৫জন কিশোরকিশোরীকে সেবা দেওয়া হয়।
ক্যাম্প পরিচালনা করেন চাঁদপুর সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এমএ গফুর মিয়া । উপস্থিত ছিলেন সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা ওবায়দুল হক,
ক্যাম্প পরিচালনায় সহযোগিতা করেন পরিবার পরিকল্পনা বিভাগের নাজির আহমাদ, পারুল আক্তার, রহিমা আক্তার, রুজিনা আক্তার প্রমুখ।
প্রেস বিজ্ঞপ্তি, ১০ ডিসেম্বর ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur