চাঁদপুর

জন্মনিয়ন্ত্রণে বাংলাদেশ এগিয়ে : চাঁদপুর জেলা প্রশাসক

চাঁদপুরে পরিবার পরিকল্পনা, মা-শিশু-কৈশোরকালীন স্বাস্থ্য সেবা ও প্রচার সপ্তাহের এ্যাভোকেসি সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ১০ মে মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল।

তিনি বলেন, বিশ্বের অনেক দেশের চেয়ে বাংলাদেশ জন্মনিয়ন্ত্রণের ক্ষেত্রে অনেক এগিয়ে গেছে। বাংলাদেশে যদি জন্মনিয়ন্ত্রণ না হতো তাহলে অনেক বেশি সমস্যার পড়তে হতো। বিশ্বে জন্মনিয়ন্ত্রণে বাংলাদেশ একটি মডেল।

জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডা. মো. ইলিয়াসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিভিল সার্জেন ডা. রথিন্দ্রনাথ মজুমদার.অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আমির আব্দুল্লাহ্ মোহাম্মদ মঞ্জুরুল করিম, স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত নারীমুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন্নাহার, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রুশদী, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী প্রমুখ।

সভা শেষে পরিবার পরিকল্পনায় বিশেষ অবদান রাখায় চান্দ্রা ইউনিয়নের পরিবার কল্যাণ সহকারী শহীনা আক্তার ও পরিবার পরিকল্পনা পরিদর্শিকা মোরশেদা আক্তারকে ক্রেস্ট প্রদান করা হয়।

আশিক বিন রহিম[/author]

Share