সারাদেশ

পরীক্ষার কেন্দ্রগুলোর ২শ গজের মধ্যে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা

আসন্ন এসএসসি,এসএসসি (ভোকেশনাল) ও দাখিল পরীক্ষার কেন্দ্রগুলোর ২শ গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বৃহস্পতিবার ৩০ জানুযারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞার বিষয়টি জানা যায় ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার কেন্দ্রগুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়া নিশ্চিত করার জন্য পরীক্ষা কেন্দ্রসমূহের ২ শ গজের মধ্যে পরীক্ষার্থী ব্যতীত জনসাধারণের অনধিকার প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করেছেন। এ আদেশ আগামী ফেব্রুয়ারির ৩ তারিখ থেকে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দিনগুলোতে পরীক্ষা চলাকালীন পর্যন্ত বলবৎ থাকবে।

আগামি ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ২০২০ খ্রিষ্টাব্দের এসএসসি পরীক্ষা। ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে তত্ত্বীয় পরীক্ষা। ব্যবহারিক পরীক্ষা চলবে ২৯ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ । প্রতিবারের মতো এবারও পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের হলে আসন গ্রহণের নির্দেশনা দিয়েছে বোর্ড।

বার্তা কক্ষ , ৩১ জানূয়ারি ২০২০

Share