চাঁদপুরের হাইমচর উপজেলা পরিষদ মাসিক উন্নয়ন ও সমন্বয় সভায় হাইমচর উপজেলায় জনবসতি ও জনসংখ্যার সঠিক তথ্য হাল নাগাদ না করায় সরকারি উন্নয়ন বরাদ্দ বঞ্চিত হচ্ছে এলাকাবাসী এমন অভিযোগ করেছেন চরভৈরবী ইউপি চেয়ারম্যান আহমেদ আলী মাষ্টার ও গাজীপুর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান গাজী।
সোমবার উপজেলা পরিষদ মাসিক উন্নয়ন সমন্বয় সভায় চরভৈরবী ইউপি চেয়ারম্যান আহমেদ আলী মাষ্টার অভিযোগ করে বলেন চরভৈরবী ইউনিয়নে বর্তমানে ভোটার সংখ্যা ১৫ হাজার ৫শ জন, জনসুমারী অনুযায়ী পরিসংখ্যান বিভাগের তথ্য মতে জনসংখ্যা দেখানো আছে ১৮ হাজার, প্রকৃত পক্ষে ৪০ হাজার জনগন তার ইউনিয়নে বসবাস করছে।
জনশুমারি তথ্য হালনাগাদ না হওয়ায় চরভৈরবী ইউনিয়ন এর অতিরিক্ত জনগন সরকারি সকল ধরনের সুবিধা বঞ্চিত হচ্ছে, জমি/ ভূমির পরিমাণ দেখানো হয়েছে ২৫ শত একর, বাস্তবে নদীর পূর্ব পাড় মূল ভূ-খন্ড এবং মেঘনায় জেগে উঠা চর এলকাসহ ভূমির পরিমান হবে প্রায় ৫ হাজার একর। ভূমি এবং জনজরীপ হালনাগাদ করে সরকারি বরাদ্দ পূর্বনির্ধারণ করার আহবান জানান।
গাজীপুর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান গাজী জানান গাজীপুর ইউনিয়নে ভোটার ৪ হাজার জনসংখ্যা ৩ হাজার ফলে গাজীপুর ইউনিয়ন বাসী সরকারি বরাদ্দ বঞ্চিত হচ্ছে।
সভায় উপজেলা পরিসংখ্যান বিভাগের প্রতিনিধি রেহানা বেগম জানান জনসুমারী ২০১১ সালের পর তথ্য হালনাগাদ না হওয়ায় তথ্য গড়মিল রয়েছে। জনশুমারি হাল নাগাদ হলে এ সমস্যা দূর হবে।
সমন্বয় সভার সভাপতি উপজেলা চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী হাইমচর উপজেলায় জনসুমারী হালনাগাদ করনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা দিয়ে বলেন জনসুমারী হালনাগাদ না হওয়ায় সমগ্র হাইমচর উপজেলাবাসী সরকারি বরাদ্দ বঞ্চিত হচ্ছে।
প্রতিবেদক: বিএম ইসমাইল,২৯ নভেম্বর ২০২১