জনবল সংকটে কচুয়া উপজেলা প্রশাসন

জনবল সংকটে রয়েছে চাঁদপুরের কচুয়া উপজেলা প্রশাসন। এ উপজেলা প্রশাসনের সাব-রেজিষ্ট্রি অফিস, খাদ্য গুদাম, খাদ্য নিয়ন্ত্রক, থানা, পল্লী বিদ্যুৎ, হিসাব রক্ষন, আনসার ভিডিপি, তথ্য আপা ও নির্বাচন অফিস ছাড়া ২৭ টি দপ্তরে ৫৫৩ জন কর্মকর্তা-কর্মচারীর মধ্যে ১৯১ পদই শূণ্য।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রাজন কুমার দাস জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শূন্য পদ নিয়ে বিশেষ করে ৮ জন কনসালট্যান্টের শূন্য পদ পূরনে দফায় দফায় উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করে আসছি। কনসালট্যান্টের সংকটের কারণে রোগীদেরকে কাঙ্খিত সেবা দেয়া সম্ভব হয়ে উঠছে না।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইবনে আল জায়েদ হোসেন জানান, জনবল সংকটের কারণে কাজের চাপ বেড়ে গেছে। তারপরও কাজের গতিধারা যাতে বিঘ্ন না ঘটে, সেদিকে খেয়াল রাখছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসান জনবল সংকটের কারনে কর্মকর্তা-কর্মচারীদের উপর কাজের চাপ বেড়ে যাওয়ার সতত্য স্বীকার করে বলেন-কোন বিভাগে কাজের গতি হ্রাস পাচ্ছে কিনা এদিকে নজর রাখছি। এছাড়া বিভিন্ন বিভাগে কর্মকর্তাদের সাথে আলোচনায় মিলিত হয়ে জনবল সংকট নিরসনে ব্যবস্থা নিতে স্ব-স্ব বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষনের জন্য পরামর্শ দেব।

উপজেলা নির্বাচন অফিসার কাজী আবু বকর সিদ্দিক জানান, কাজের পরিধি বিবেচনায় প্রকল্প ভুক্ত কর্মচারী সহ ৭ জন কর্মকর্তা-কর্মচারী নির্বাচন অফিসের কার্যক্রম পরিচালনায় যথেষ্ট নয়।

কচুয়া থানা অফিসার ইনচার্জ ইব্রাহিম খলিল জানান, মাদক, চুরি-ছিনতাই, ডাকাতি রোধ সহ সার্বিক আইন শৃঙ্খলা নিয়ন্ত্রনে থানা সমূহে জনবল আরও বৃদ্ধি করা প্রয়োজন। কচুয়া থানায় অন্তত ৪টি পিকআপের প্রয়োজন। রয়েছে মাত্র ২টি।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৫ ডিসেম্বর ২০২২

Share