বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী বলেন, ‘৬ষ্ঠ জাতীয় কমডেকা উপলক্ষে হাইমচরের রাস্তাঘাটসহ নানা অবকাঠামোর সংস্কারের ফলে এলাকার রূপ পরিবর্তন হয়েছে। বর্তমান সরকার উন্নয়নের সরকার। এ সরকারের নেতৃত্বে দেশের প্রত্যেকটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দিয়েছে। হাইমচরের জনগণের শুভদুত হিসেবে জননেত্রী শেখ হাসিনার আগমন। জননেত্রী শেখ হাসিনার পদচারণায় হাইমচরের রূপ পরিবর্তন হবে।
বুধবার (১৪ মার্চ) চাঁদপুরে হাইমচরে প্রধানন্ত্রী শেখ হাসিনা আগমন উপলক্ষে কমডেকা মাঠ পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আ’লীগের শ্রম বিষয়ক সম্পদক মোঃ নুরুল ইসলাম মিয়াজি, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক এডঃ জসিম উদ্দিন মিঠু, জেলা স্বেচ্চা সেবকলীগের আহŸায়ক জয়নাল আবেদীন, চাঁদপুর পলিটেকনিক স্কুলের অধ্যক্ষ মোঃ শাহআলম, জেলা তাতি লীগের সিনিয়র সহ সভাপতি আমিন পাটওয়ারী, মতিঝিল থানা যুবলীগের সভাপতি আঃ কাদের, ঢাকা কাপরুল থানা আ’লীগ নেতা জাহাঙ্গীর আলম নয়ন, সমাজ সেবক আতিকুর রহমান নয়ন, হাইমচর উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক শাহবুদ্দিন টিটু হাওলাদার, চরভৈরবী ইউনিয়ন যুবলীগের সভাপতি ইলিয়াছ লিটন, ১৫ নং কৃষ্ণপুর কাটাখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহসভাপতি জয়দল হোসেন দেওয়ান, উপজেলা ছাত্রলীগ প্রচার সম্পাদক গাজি সুজন, ১২ নং চান্দ্রা ইউনিয়ন যুবলীগ নেতা জাহিদ হাসান মল্লিক, ছাত্রলীগ নেতা মোঃ ইউনুছসহ আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।
তিনি চরভাঙ্গা মাদরাসা সংলগ্ন ৬ষ্ট কমডেকা মাঠ ও পুরাতন ডিগ্রি কলেজ মাঠে অবস্থিত হেলিপ্যাড পরিদর্শন করেন।
প্রতিবেদক- বিএম ইসমাইল