চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজিগঞ্জ) সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেন প্রধানীয়া বলেছেন, জনগণের কাঁধে ভর করে রাজনীতি করতে আসি নি। এমপির পেছনে জনগণ নয়, জনগণের পেছনে এমপি হাঁটবে।
সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে শাহরাস্তি প্রেসক্লাবের সম্মেলন কক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) নির্বাচনী এলাকার ফুটবল প্রতীকের প্রার্থী জাকির হোসেন প্রধানীয়া উপরোক্ত কথাগুলো বলেন
অস্ট্রেলিয়া প্রবাসী জাকির হোসেন বলেন, সংসদ নির্বাচনের পরও জনগণের সাথে থাকবো। তিনি বলেন, জনগণের কাঁধে ভর করে রাজনীতি করতে আসি নি, জনগণের প্রয়োজনে রাজনীতি করতে চাই। আমাদের দেশে কীভাবে লোক জড়ো করে তা আমরা সবাই জানি। এটা পরিবর্তন করতে হবে। একজন সংসদ সদস্য হলো জনগণের কাজের লোক। আমি চাই না জনগণ আমার পেছনে স্লোগান তুলুক। জনগণের ওপর কোনো কিছু চাপিয়ে দেয়া যাবে না। তিনি বলেন, নির্বাচনের পূর্ব মুহূর্তে জামায়াত প্রার্থী মাওলানা আবুল হোসাইনকে পরিবর্তন করা হয়েছে, এটা ঠিক হয়নি। কারোর ওপর কোনো কিছু চাপিয়ে দেয়া ঠিক নয়। আমি রাজনৈতিক পরিবর্তনের জন্যে এলাকায় এসেছি। তিনি নির্বাচিত হলে নারীর ক্ষমতায়ন, স্বাস্থ্য, শিক্ষা, কর্ম, কৃষক শ্রমিকদের ওপর বেশি গুরুত্ব দেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মো. মঈনুল ইসলাম কাজল, সাধারণ সম্পাদক স্বপন কর্মকার মিঠুন, ফুটবল প্রতীকের নির্বাচনী সমন্বয়ক মো. আওলাদ হোসেন প্রধানীয়া ও মনিরুজ্জামান প্রিন্সসহ ফুটবল প্রতীকের সমর্থক বৃন্দ।
প্রতিবেদক: মোঃ জামাল হোসেন
২৬ জানুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur