আমাদের মূল লক্ষ্য জনগণ যেন নিরাপদে বসবাস করতে পারে: ড. নেয়ামুল বশির
চাঁদপুরের শাহরাস্তিতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় চাঁদাবাজি, দখলদারি ও দুর্বৃত্তায়ন বন্ধ করে বাংলাদেশকে একটি কল্যাণমুখী রাষ্ট্রে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেছেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য ও চাঁদপুর-৫ (শাহরাস্তি–হাজীগঞ্জ) আসনে ১০ দলীয় ঐক্যজোট সমর্থিত সংসদ সদস্য প্রার্থী ড. নেয়ামুল বশির।
গতকাল সন্ধ্যায় শাহরাস্তি উপজেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, শুধু একটি অঞ্চল নয়—সারা বাংলাদেশ থেকেই চাঁদাবাজি, অবৈধ দখল ও জুলুমের সংস্কৃতি বন্ধ করতে হবে। জনগণ যেন নিরাপদে বসবাস করতে পারে, সেটিই আমাদের মূল লক্ষ্য।
ড. নেয়ামুল বশির বলেন, অবৈধ বালু ব্যবসা বন্ধ করতে হবে, দখলকৃত সরকারি জমি উদ্ধার করতে হবে এবং প্রবাসে যাওয়ার ক্ষেত্রে বিদ্যমান সিন্ডিকেট ভেঙে দিতে হবে, যাতে স্বল্প ব্যয়ে মানুষ বিদেশে যেতে পারে। একই সঙ্গে শিক্ষা ও স্বাস্থ্যসহ জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে।
স্বাস্থ্য খাত প্রসঙ্গে তিনি বলেন, প্রতিটি জেলায় একটি করে বিশেষায়িত হাসপাতাল গড়ে তুলতে হবে। গর্ভকালীন সময়ে অপচিকিৎসার কারণে মাতৃমৃত্যু কমাতে কমিউনিটি চিকিৎসকদের মাধ্যমে ঘরে ঘরে সেবা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হবে।
তিনি আরও বলেন, জামায়াত, এলডিপি, এনসিপি ও খেলাফত মজলিসসহ গঠিত জোট ক্ষমতায় এলে দুর্বৃত্তায়ন বন্ধ হবে এবং বাংলাদেশকে একটি ইনসাফভিত্তিক কল্যাণমুখী রাষ্ট্রে পরিণত করা হবে।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাঁদপুর জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওলানা আবুল হোসাইন বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী চাঁদপুর-৫ আসনে ড. নেয়ামুল বশিরকে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচনে জনগণ এই জোটের প্রার্থীকে ভোট দিয়ে পরিবর্তনের পক্ষে রায় দেবে।
শাহরাস্তি উপজেলা জামায়াতের মিডিয়া বিভাগের পরিচালক মো. শাহ আলমের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন উপজেলা আমীর মো. মোস্তফা কামাল ও নায়েবে আমীর বাদশাহ ফয়সাল।
প্রতিবেদক: মোঃ জামাল হোসেন
২৬ জানুয়ারি ২০২৬