বিএম ইসমাইল, হাইমচর (চাঁদপুর) :
চাঁদপুর জেলার হাইমচর উপজেলার ওপেন হাউজ ডে অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁদপুর জেলা পুলিশ সুপার শামছুন্নাহার বলেন, ‘আপনারা স্ব স্ব অবস্থান থেকে পুলিশকে সহযোগিতা করলে সমাজ থেকে অপরাধ নির্মূল করা সম্ভব। হাইমচরে জনসংখ্যা অনুপাতে প্রতি ১১ হাজার জনতার জন্যে একজন পুলিশ। সুতরাং বৃহৎ এ জনগোষ্ঠীর সার্বিক সহযোগিতা ছাড়া পুলিশের পক্ষে সকল অপরাধ নির্মূল করা সম্ভব হবে না। প্রত্যেকটি পরিবার সচেতন থাকলে সকল প্রকার সমস্যা মোকাবেলা করা সম্ভব। পুলিশ জনগণের সহায়ক শক্তি, তাই পুলিশের উপর দায়িত্ব অর্পণ করে ঘরে বসে থাকলে চলবে না। জনগণের সহযোগিতা ব্যতীত সমাজের আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। সমাজ থেকে মাদক, ইভটিজিং, যৌতুক, বাল্যবিবাহের মতো সমাজব্যাধী রোধ করতে হলে কমিউনিটি পুলিশিং সহযোগিতা অতীব গুরুত্বপূর্ণ।’
১৩ জুলাই সোমবার উপজেলা অডিটিয়ামে অনুষ্ঠিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে হাইমচর থানা অফিসার ইনচার্জ মোঃ ওয়ালি উল্লাহ অলি সভাপতিত্বে ও এস আই আব্দুল হালিম সরকারের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নুর হোসেন পাটওয়ারী, উপজেলা আ’লীগ সভাপতি মোতালেব জমাদার, উপজেলা কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহাদাত হোসেন মাস্টার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শেলিনা আক্তার শেফালী, উপজেলা আ’লীগ সহ-সভাপতি কাউসার মিয়াজি, হাইমচর প্রেসক্লাব সভাপতি মোঃ মাহবুব আলম বাশার, মাধ্যমিক শিক্ষক সমিতি সাধারণ সম্পাদক এসএম মান্নান মাস্টার, আলগীবাজার ব্যবসায়ী কমিটি সভাপতি আনোয়ার হোসেন মাস্টারসহ বিভিন্ন পর্যায়ের নারী-পুরুষ উন্মুক্ত আলোচনাসভায় বক্তব্য রাখেন।
আপডেট : বাংলাদেশ সময় : ১২:২০ পূর্বাহ্ন, ২৯ আষাঢ় ১৪২২ বঙ্গাব্দ, মঙ্গলবার ১৪ জুলাই ২০১৫ খ্রিস্টাব্দ
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/এমআরআর/২০১৫
চাঁদপুর টাইমস ডট কম–এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি