জনগণের সমর্থনই আমার প্রধান শক্তি: শেখ ফরিদ আহমেদ মানিক
চাঁদপুর-৩ আসনের ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর পৌর ৪ ও ৫নং ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ ও একাধিক উঠান বৈঠক করেছেন। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত টানা এ কর্মসূচির অংশ হিসেবে তিনি এলাকায় সাধারণ মানুষের সঙ্গে সরাসরি গণসংযোগ, মতবিনিময় ও উঠান বৈঠকে অংশ নেন।
গণসংযোগকালে শেখ ফরিদ আহমেদ মানিক ভোটারদের খোঁজখবর নেন এবং এলাকার বিভিন্ন সমস্যা, চাহিদা ও প্রত্যাশার কথা শোনেন। উঠান বৈঠকগুলোতে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।
ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক বিকেল ৩টায় পৌর ৫নং ওয়ার্ডের রঘুনাথপুর ভাঙ্গাপোল বাইতুল ফালাহ জামে মসজিদ সংলগ্ন মাঠে উঠান বৈঠক। পরে বিকেল পৌনে ৫টায় ওয়াডের রঘুনাথপুর হাজী এ করিম খান উচ্চ বিদ্যালয় মাঠে উঠান বৈঠক করে। সবশেষে সন্ধ্যায় পৌর ৪নং ওয়ার্ডের ৩নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উঠান বৈঠক বৈঠকে বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনে ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক।
উঠান বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, চাঁদপুর-৩ আসনের জনগণ দীর্ঘদিন ধরে নানা সমস্যা ও বঞ্চনার মধ্য দিয়ে দিন পার করছে। জনগণের ভোটে নির্বাচিত হলে তিনি সংসদে গিয়ে এলাকার সার্বিক উন্নয়ন ও জনগণের ন্যায্য অধিকার আদায়ে ভূমিকা রাখবেন।
তিনি আরো বলেন, ধানের শীষ মানেই গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মুক্তির প্রতীক। জনগণের সমর্থন ও ভালোবাসাকেই তিনি তার প্রধান শক্তি হিসেবে উল্লেখ করেন।
পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশাদের পরিচালনায় ৪নং ও ৫নং ওয়ার্ডের উঠান বৈঠকে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য এস এম কামাল উদ্দিন, জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, ডি এম শাহাজাহান, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আফজাল হোসেন বেপারী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদির বেপারী, ইমান আলী মিয়াজী, সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, জেলা বিএনপির সদস্য ব্যারিস্টার জহির উদ্দিন বাবর, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা অ্যাড. শিরিন সুলতানা মুক্তা, পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক নাহিদা রহমান সেতু, মহিলা সমন্বয় অ্যাড. শিরিন আক্তার সুপ্তা প্রমুখ।
গণসংযোগ ও উঠান বৈঠককালে উপস্থিত ছিলেন এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহ-সভাপতি আহসান উল্লাহ সেন্টু, সাংগঠনিক সম্পাদক শাহাজাহান শেখ, ৪নং ওয়ার্ড ওয়ার্ড বিএনপি সভাপতি মো. নুরু গাজী, সাধারণ সম্পাদক আব্দুর রহমান মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মো. জামাল মোল্লা, ৫নং ওয়ার্ড ওয়ার্ড বিএনপি সভাপতি আলমগীর হোসেন খান, সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক মো. ফরিদ মিয়াজী, পৌর যুবদলের আহ্বায়ক শাহাজাহান কবির খোকা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক হাওলাদার, যুগ্ম-আহ্বায়ক কামরুল ইসলাম সোহেল গাজী, ৫নং ওয়ার্ড যুবদলের সভাপতি মো. মামুন মিয়াজী, সাধারণ সম্পাদক ফারুক খান, ওয়ার্ড ছাত্রদলের সভাপতি বিএম গিয়াস উদ্দিন রাজু বেপারী, সাধারণ সম্পাদক সাইদুল মিয়াজীসহ বিএনপি অঙ্গ সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।
এদিকে উঠান বৈঠকগুলোতে বিপুল সংখ্যক নারী-পুরুষ, তরুণ ও প্রবীণ ভোটারের উপস্থিতি লক্ষ্য করা যায়। পুরো এলাকা জুড়ে নেতাকর্মী ও সমর্থকদের স্লোগানে মুখর হয়ে ওঠে পরিবেশ।
স্টাফ রিপোর্টার/
২৩ জানুয়ারি ২০২৬