সারাদেশ

‘জনগণের রোষাণলে পড়লে সরকার পালিয়ে যেতে বাধ্য হবে’

কুমিল্লা পৌরসভা নির্বাচনে বিএনপির কেন্দ্রীয় নেতাকর্মীরা গণসংযোগ করেছেন। সোমবার চান্দিনা, লাকসাম ও বরুড়া উপজেলাসহ বিভিন্ন পৌর এলাকায় গণসংযোগ করেন। চান্দিনা পৌর নির্বাচনকে সামনে রেখে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী শাহ্ মো. আলমগীর খান, বরুড়া জসিম উদ্দিন পাটোয়ারী, লাকসাম পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী নিখোঁজ বিএনপি নেতা হুমায়ুন কবির পারভেজের সহধর্মিনী শাহনাজ আক্তারসহ বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থীদের পক্ষে ভোট প্রার্থনা করলেন বিএনপি’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও পৌর নির্বাচনের চট্টগ্রাম বিভাগীয় প্রধান সমন্বয়ক আবদুল্লাহ্ আল নোমান এবং সাবেক হুইপ ও বিএনপি’র কেন্দ্রীয় প্রচার সম্পাদক জয়নুল আবেদীন ফারুক, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও জেলা বিএনপির সভানেত্রী রাবেয়া চৌধূরী, কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জাকারিয়া তাহের সুমন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কর্নেল (অব.) এম, আনোয়ারুল আজিম কুমিল্লা দক্ষিণ ও উত্তর জেলা বিএনপির নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে চান্দিনাস্থ কুমিল্লা উত্তর জেলা বিএনপি কার্যালয়ে দলীয় এক সভায় প্রধান অতিথি’র বক্তৃতায় বিএনপি’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ্ আল নোমান বলেন- ‘জনগণ ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারলে ধানের শীষের বিজয় নিশ্চিত। ভোটারদের ভোট কেন্দ্রে যাওয়া নিশ্চিত করতে হবে। নির্বাচন সুষ্ঠু না হলে জনগকে সাথে নিয়ে সরকার পতন আন্দোলন করা হবে। বিগত দিনে জনগণ অনেক স্বৈরশাসকের বিরুদ্ধে আন্দোলন করেছে। তাদের পতন হয়েছে। জনগণের রোষাণলে পড়লে এই সরকার মতা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হবে।’ তিনি সাহসী ভূমিকা নিয়ে কাজ করার জন্য নেতাকর্মীদের প্রতি আহবান জানান।

বিশেষ অতিথি’র বক্তৃতায় বিএনপি’র কেন্দ্রীয় প্রচার সম্পাদক জয়নুল আবেদীন ফারুক বলেন, ‘আগে ধানের শীষের ভোট চাইতে হবে। পরে কাউন্সিলরদের ভোট চাইবেন।’ সোমবার তারা কুমিল্লা উত্তর জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় জেলা বিএনপি’র সহ-সভাপতি এবিএম সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন, কুটি শিল্প বিষয়ক সম্পাদক আতাউর রহমান ছুটি, দক্ষিণ জেলা বিএনপি নেতা ভিপি জসিম উদ্দিন, কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র উপদেষ্টা আলহাজ্ব আবদুল করিম মাস্টার, সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন ভূঁইয়া, চান্দিনা উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক কাজী আরশাদ, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকদল সভাপতি মো. আবুল কালাম আজাদ, উত্তর জেলা ছাত্রদল নেতা জাকির হোসেন জীবন প্রমুখ। পরে চান্দিনা বাজারের বিভিন্ন স্থানে বিএনপির মেয়র প্রার্থী শাহ্ মো. আলমগীর খানের পক্ষে লিফলেট বিতরণ করেন নেতারা।

এদিকে কুমিল্লার বরুড়া পৌরসভা নির্বাচনে বিএনপি‘র মেয়র প্রার্থী জসিম উদ্দিন পাটোয়ারীর পক্ষে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান দুপুরে বরুড়া পৌর শহরে প্রচারণা চালিয়েছেন। তিনি চান্দিনা পৌরসভায় প্রচারণার কাজ শেষে বরুড়া পৌর শহরের চান্দিনা রোডে আসলে সাবেক সংসদ সদস্য ও বিএনপি‘র কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জাকারিয়া তাহের সুমন, মেয়র প্রার্থী জসিম উদ্দিন পাটোয়ারীসহ বিএনপি‘র নেতৃবৃন্দ তাঁকে বরণ করে নেন। এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা দণি জেলা বিএনপি‘র সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া, যুবদলের জেলা সভাপতি আমিরুজ্জামান আমির, ছাত্রদলের জেলা সভাপতি ওবায়েদুল বারী আবু, উপজেলা বিএনপির সভাপতি এড. খায়রুল এনাম খান তৌফিক, পৌর বিএনপি‘র সভাপতি আলহাজ্ব আলী আজ্জম, বরুড়া উপজেলা বিএনপি‘র সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব জুনাব আলী, সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপন, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আবুল হাসেম, মহিলা দলের সভানেত্রী ও উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনা মমতাজ, যুবদল উপজেলা সভাপতি মফিজুল ইসলাম, পৌর যুবদলের সাধারণ সম্পাদক আকতার হায়দার, উপজেলা যুবদলের সহ সভাপতি শাহ আলম সহ বিএনপি, ছাত্রদল, যুবদল নেতৃবৃন্দ।

অপরদিকে কুমিল্লার লাকসাম পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী নিখোঁজ বিএনপি নেতা হুমায়ুন কবির পারভেজের সহধর্মিনী শাহনাজ আক্তারের নির্বাচনী প্রচরনায় নেমেছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। ধানের শীষ প্রতীক নিয়ে সোমবার সকাল থেকে লাকসাম পৌর এলাকার বিভিন্ন পাড়া মহল্লায় উঠান বৈঠকসহ ব্যাপক প্রচার প্রচারনা চালিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও জেলা বিএনপির সভানেত্রী রাবেয়া চৌধুরী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কর্নেল (অব.) এম, আনোয়ারুল আজিম, অর্থ কমিটির সদস্য ও উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মজির আহমেদ, সিনি. সহ-সভাপতি আবদুর রহমান বাদল, নুর হোসেন, সাধারন সম্পাদক ডা. নুর উল্যাহ রায়হান, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সুভাষ বনিক, সাধারন সম্পাদক তাজুল ইসলাম খোকন, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন মিলন প্রমুখ।

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, কুমিল্লা || আপডেট: ০৬:৫০ পিএম, ২১ ডিসেম্বর ২০১৫, সোমবার

এমআরআর  

Share