বাংলাদেশ আ’লীগের জাতীয় পরিষদের সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া এমপি বলেছেন, ‘জনগণের ভোট পবিত্র আমানত। ভোট দিয়ে এমন কোন ব্যক্তিকে নির্বাচিত করবেন না, যে নির্বাচিত হয়ে আপনাদের খবর নেয় না। আমার ভোট আমি দেবো, দেখে শুনে যোগ্য ব্যক্তিকে দিবো।’
শুক্রবার (৫ জানুয়ারি) সকালে ফরিদগঞ্জ উপজেলার ১নং পশ্চিম বালিথুবা ইউনিয়নের তরজিরান্তি ও টুবগী গ্রামের বিদ্যুৎ সংযোগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
৩৪ লাখ ২১ হাজার টাকা ব্যায়ে ১৩৩ জন গ্রাহকের মাঝে এই নতুন বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাচ্চু মিয়া স্বর্ণকারের সভাপতিত্বে ফরিদগঞ্জ আসনের এ সাংসদ আরো বলেন, ‘আমরা যারা আওয়ামী লীগ করি তারা সবাই জননেত্রী শেখ হাসিনার কর্মী, বঙ্গবন্ধুর সৈনিক, কোরআন ও সুন্নায় বিশ^াস করি। বঙ্গবন্ধু যেভাবে বলেছিলেন, “সাড়ে ৭ কোটি বাঙ্গালীকে তোমরা দাবিয়ে রাখতে পারবা না।” আজকে শেখ হাসিনার কর্মী হিসাবে বঙ্গবন্ধুর কণ্ঠের সাথে সুর মিলিয়ে বলতে চাই, সঠিক সিদ্ধান্ত নিয়ে বার বার আওয়ামী লীগকে ক্ষমতায় আনলে ১৭ কোটি মানুষকে কেউ দাবিয়ে রাখতে পারবে না।’
দেশে বিদ্যুৎ, স্কুল কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন খাতে ব্যাপক উন্নয়ন অব্যাহত থাকবে বলেও তিনি দাবি করেন।
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন মাস্টারের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান রানা, ভাইস চেয়ারম্যান রীনা নাসরিন, কামনা জোনের এজিএম কম রফিকুল ইসলাম, উপজেলা আ’লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. আবুল হাসনাত হাসেম, উপজেলা যুবলীগের আহŸায়ক মো. বিল্লাল হোসেন পাটওয়ারী, যুগ্ম আহŸায়ক মহিউদ্দিন ভূইয়া ইরান, পৌর আ’লীগ নেতা ফরিদ আহম্মেদ রাসেল, উপজেলা যুবলীগের যুগ্ম আহŸায়ক রুহুল আমিন রুবেল, ইসমাইল হোসেন, ইউনিয়ন যুবলীগের আহŸায়ক জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
প্রতিবেদক- আতাউর রহমান সোহাগ
: আপডেট, বাংলাদেশ সময় ০৮:০৩ পিএম, ৫ জানুয়ারি ২০১৮, শুক্রবার
ডিএইচ